চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ৩১ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , চীন মনে করে ইরানের পরমাণু সমস্যার অবনতি এড়াতে হবে । তিনি আরো বলেছেন , সম্প্রতি ইরানের পরমাণু সমস্যার কিছুটা অগ্রগতি হয়েছে । চীন মনে করে এই অবস্থার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন ব্যবস্থা নেয়া উচিত নয় ।
ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের শাস্তি ব্যবস্থা আলোচনার জন্য ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্র , রাশিয়া , চীন , ব্রিটেন , ফ্রান্স ও জার্মানী জাতি সংঘে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছে । ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৯ অক্টোবর জানিয়েছে , ইরান ইতোমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে এবং অব্যাহতভাবে পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের কাজ করবে ।
|