v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-31 18:51:53    
হংকং ও তাইওয়ানের গান

cri

    হংকংয়ের গায়িকা লিন ই লিয়ান নতুন অ্যালবাম 'নিঃশ্বাস-প্রশ্বাস' নিয়ে সঙ্গীত ক্ষেত্রে আবার ফিরে এসেছেন। অ্যালবামটি তৈরী করতে তিন বছরেরও বেশী সময় লেগেছে এবং অ্যালবামের সকল ক্ষেত্রেই লিন ইলিয়ান অংশ নিয়েছেন। সংগীতের স্টাইলে তিনি আগেকার আবেগপূর্ণ স্টাইল বজায় রেখেছেন এবং R&B, New Age ও হাল্কা রকসহ বিভিন্ন জনপ্রিয় স্টাইলের মিশ্রনের মাধ্যমে নতুন সুর সৃষ্টি করেছেন।

    আপনারা এখন যে গান শুনছেন, তার নাম 'দক্ষিণা বাতাস' । গানের কথা এমন হলোঃ দক্ষিণা বাতাস, কিছু কথা বলতে চাই। কিন্তু শুধু তোমার জন্যই হাত নেড়ে দৃষ্টি আকর্ষণের- চেষ্টা করি। স্ববণেরা যেন ঘীরে থাকে নিবিষ্টভাবে। নিংসঙ্গতা যেন বন্ধু হয়ে যায়। আর অপেক্ষা করবো না এবং আর অপেক্ষা করতে ও চাই না। যদিও মনে মনে ভাবি, সেই সময়ে সব বিছু হৃদয়ে রাখি। আমি দূরে চলে যাই। আকাশটা যে কত বড়। বাতাসও আমাকে ছুঁয়ে ছুঁয়ে যায়। এ যেন ভালো লাগা বেলা অবেলায়।

    ১৯৯০ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করার পর এ পর্যন্ত, তাইওয়ানের গায়ক হুয়াং পিনইউয়ানের বিশেষ আকর্ষণীয় শক্তি ও তাঁর ভালোবাসার গান চীনা সংগীত ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাঁর অধিকাংশ গানে পুরুষের চিন্তাভাবনা ও শিশুদের প্রেমের বর্ণনা করা হয়েছে। সবই মানুষের হৃদয়কে স্পর্শ করে যায় আবেগের মধ্য দিয়ে। যখন হুয়াং পিনইউয়ান এই নাম উল্লেখ করা হয়, তখন তার আদর্শ গান হচ্ছে 'তুমি কিভাবে আমার সুখের অনুভূতি দাও?'। গানটিতে হুয়াং পিনইউয়ানের নিজের ভালোবাসার অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে। তাঁর মিষ্টি কন্ঠ কত অনুরাগীদের হৃদয়কে যে স্পর্শ করেছে? সে কথা বলেও শেষ হবেনা এখন শুনুন তাঁর সবচেয়ে বিখ্যাত গান 'তুমি কিভাবে আমায় সুখের অনুভূতি দাও?'।

     এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'কী ভাবছো'। গানটিতে প্রেমে পড়া মেয়েদের মনোভাবর কথা বর্ণনা করা হয়েছে। গানের কথা এমনঃ কার জন্য কাঁদোছো? কার জন্য হাসো? কার জন্য অপেক্ষা করো? এ অপেক্ষায় কোন ফল নেই। ভালবাসা? কে এড়িয়ে যেতে পারে? আমিও যেতে পারি না। তুমিও পারো না। মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে হয়। মাঝে মাঝে হাসতেও ইচ্ছে হয়। হাসি আর কান্না আর অনূভব। এইতো জীবন। তবুও বুঝতে পারি না। জানি না এখনো জানে কিনা সে? প্রেমে পরো-তবে মরো না।

    তাইওয়ানের গায়ক থাও চে তাঁর পঞ্চম অ্যালবাম 'খুবই সুন্দর' প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কারণ তিনি বন্ধুদের সঙ্গে 'জীবনে ভালো অনুভুতি'গুলো ভাগাভাগী করতে চান, তাই তিনি নতুন অ্যালবাম 'খুবই সুন্দর' এই নাম দিয়েছেন। আসুন, আমরা এক সঙ্গে নতুন অ্যালবামের প্রধান গান 'খুবই সুন্দর' এখন শুনবো।

    'খুবই সুন্দর' হচ্ছে একটি উদার অ্যালবাম। এটা থাও চের আগেকার অ্যালবামের চেয়ে ভিন্ন মেজাজের। তাই অনেকে নতুন অ্যালবাম শোনার পর একটু নতুন আমেজ অনুভব করেন। আসলে একজন সংগীতজ্ঞের জন্য, ফিরে আসা এবং আগের সংগীতের চেয়ে কিছুটা ভিন্ন ও সংগীতের ক্ষেত্রে অনেকটা উন্নীত হয়েছে।

    জ্যাজ্ হচ্ছে সুন জিয়ের প্রিয় স্টাইল। এবারই সুন জি এই জ্যাজ্ অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি আশা করেন নিজের অকৃত্তিম চেষ্টার মাধ্যমে গাওয়া তার প্রিয় স্টাইলের সংগীত চীনা শিল্পীদের বিশ্বে পরিচিত ও জনপ্রিয় করবে। এতে মানুষ জ্যাজ্ সংগীতের মূল আকর্ষণশক্তিকে অনুভব করতে পারবে। অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে, আমরা 'Bizarre Love Triangle' এই গানটি এক সঙ্গে শুনবো।