রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ অক্টোবর ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে ফোনালাপকালে বলেছেন, রাশিয়া ইরানের পরমাণু সমস্যা নিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছে।
রাশিয়া ফেডারেশন প্রেসিডেন্টের তথ্য ব্যুরো এদিন প্রকাশিত এক তথ্যবার্তায় বলেছে যে, ইরানের সঙ্গে পরমাণু সমস্যা নিয়ে আলোচনার সময় পুতিন এ প্রসঙ্গে রাশিয়ার মৌলিক মতামত ব্যাখ্যা করেছেন। তা ছাড়া, পুতিন ও মাহমুদ আহমাদিনেজাদ রাশিয়া ও ইরানের সহযোগিতা সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।
একইদিন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিন ম্যাককর্ম্যাক বলেছেন, রাশিয়ার সাহায্যে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রকল্প ইরানের পরমাণু সমস্যা প্রসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব রোধ করার উপাদানে পরিণত হবে না। কারণ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এই প্রকল্পের নির্মাণকে অনুমতি দেয়া হয়েছে।
|