চীনের লাল ফৌজের লং মার্চের বিজয়ের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে লং মার্চ সম্পর্কিত একটি প্রদর্শনী ১৬ অক্টোবর পেইচিংয়ে উদ্বোধন হয়েছে । ৪০ দিন স্থায়ী এই প্রদর্শনী হলো নয়া চীন প্রতিষ্ঠার পর লাল ফৌজের লং মার্চ সম্পর্কিত বৃহত্তম প্রদর্শনী।
চীনের সামরিক যাদুঘরে প্রদর্শিত এই প্রদর্শনী সাত ভাগে বিভক্ত। এতে চার শ'রও বেশি তৈজসপত্র , কয়েক শ' আলোকচিত্র , বইপত্র ও শিল্পকর্ম আছে । কিছু কিছু তৈজসপত্র এই প্রথমবার প্রদর্শিত হচ্ছে ।
৭০ বছর আগে চীনের লাল ফৌজ নানা ধরনের বাধাবিঘ্ন অতিক্রম করে বার হাজার কিলোমিটার অতিক্রম করে লং মার্চ চালিয়ে বিজয় অর্জন করে ।
তিব্বতী সংস্কৃতি সপ্তাহ অষ্ট্রিয়ায় আয়োজন
চীনের তিব্বত সংস্কৃতি সপ্তাহ ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অষ্ট্রিয়ায় আয়োজন করা হয়েছে । ২০০১ সালের পর চীন এবারসহ মোট ছয়বার বিদেশে তিব্বতের সংস্কৃতি সম্পর্কিত কর্মসূচী গ্রহণ করেছে ।
এ বছর চীন ও অষ্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী এবং অষ্ট্রিয় সরকারের নির্ধারণ করা চীনা বর্ষ । জানা গেছে , এই সংস্কৃতি সপ্তাহে দু শ'রও বেশি আলোকচিত্র প্রদর্শিত হবে। এই সব আলোকচিত্র থেকে আজকের তিব্বতের রাজনীতি , অর্থনীতি , সংস্কৃতি , সমাজ ও তিব্বতী জনগণের জীবন প্রতিফলিত হয়েছে ।
তিব্বতের ছানতু নৃত্যসংগীত দল নৃত্যনাট্য পরিবেশন করবে , চারজন জীবিত বৌদ্ধ ও বিশেষজ্ঞ অষ্ট্রিয়ায় তিব্বতী বৌদ্ধধর্ম সম্পর্কিত ভাষণ দেবেন ।
চীন-যুক্তরাষ্ট্র যাদুঘর ফোরাম পেইচিংয়ে শুরু
চীন ও যুক্তরাষ্ট্রের তিনদিন ব্যাপী যাদুঘর ফোরাম ১৮ অক্টোবর চীনের রাজধানী পেইচিংয়ের প্রাসাদযাদুঘরে শুরু হয়েছে । চীন ও যুক্তরাষ্ট্রেরশতাধিক যাদুঘর প্রধান ও পন্ডিত দু দেশের যাদুঘর পরিচালনা এবং যাদুঘরের পরিসেবা ও শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করেছেন ।
চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরো ও যুক্তরাষ্ট্রর মেলোন তহবিল সংস্থার যৌথ উদ্যোগে এই ফোরাম অনুষ্ঠিত হয়েছে ।
চীনের প্রথম প্রণালী বরাবর অঞ্চলের চারুশিল্প মেলা ফুথিয়েনে শুরু
চীনের প্রথম প্রণালী বরাবর অঞ্চলের চারুশিল্প মেলা ৩০ অক্টোবর ফুচিয়েন প্রদেশের ফুথিয়েন শহরে অনুষ্ঠিত হবে ।
এই মেলার চার শ'টি কাউন্টারে কাঠ খোদাইকর্ম , পাথর খোদাইকর্ম , মাটির পাত্র , সোনা ও রুপার অলংকার ইত্যাদি শিল্পকর্ম স্থান পেয়েছে । চীনা শিল্পকর্মের বৈশিষ্ট্য হলো গুনগত মান ভালো , ডিজাইন নতুন ও দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহার করা যায় ।
ফুচিয়েন প্রদেশের ফুথিয়েন শহরের কারু শিল্পের ইতিহাস দীর্ঘ । ২০০৩ সালে এই শহর চীনের কাঠ খোদাই শহরের খেতাব পেয়েছে । এই শহরে মোট তিন হাজারেরও বেশি কারু শিল্প পন্য তৈরী কারখানা আছে , প্রতি বছর শিল্পকর্মবিক্রি ও রপ্তানি থেকে ৭ বিলিয়ন ইউয়ান আয় হয় । এই শহরের শিল্পকর্ম দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো , জাপান , ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় ।
|