|
 |
(GMT+08:00)
2006-10-30 20:03:03
|
চীন-আসিয়ান উদযাপনী শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত
cri
চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী উদযাপনী শীর্ষ সম্মেলন ৩০ নভেম্বর চীনের গুয়াংযৌর নাননিং শহরে শেষ হয়েছে। এ শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী চীন ও আসিয়ান দেশগুলোর নেতারা যৌথভাবে দেশী-বিদেশী সংবাদদাতাদের সঙ্গে সাক্ষাত করেছেন। দু'পক্ষের নেতারা মনে করেন, এবারের শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হয়েছে। দু'পক্ষের নেতারা মনে করেন, আসিয়ানের সঙ্গে চীনের অংশীদারী সর্ম্পক এবং দু'পক্ষের আদান-প্রদান আরও জোরদার করতে হবে। এবারের শীর্ষ সম্মেলনে চীন ও আসিয়ান দেশগুলোর নেতারা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্টআন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। চলতি বছরের শেষ দিকে ফিলিপাইনে পূর্ব এশিয়ার নেতাদের ধারাবাহিক সম্মেলনের আয়োজনএবং কোরীয় উপ-দ্বীপ পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার ব্যাপারে দু'পক্ষের মধ্যে মতৈক্য অর্জিত হয়েছে।
|
|
|