২৮ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত "পেইচিং ফোরামের" শিক্ষা বিষয়ক সম্মেলনে পিকিং বিশ্ববিদল্যালয়ের প্রিন্সিপ্যাল সুন চি হোং বলেছেন, পিকিং বিশ্ববিদ্যালয় নিজের সাংস্কৃতিক ঐতিহ্য পালন করার পূর্বশর্তে আন্তঃদেশীয় সাংস্কৃতিক বিনিময়ের "কমিউনিটি" হওয়ার জন্য প্রচেষ্টা চালাবে।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে পিকিং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ারত বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা প্রতি বছর ১০ শতাংশ বেড়ে যায়। এখন পিকিং বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮০টিরও বেশি দেশের ৫০০০ ছাত্রছাত্রী লেখাপড়া করছে। এর পাশাপাশি, প্রতি বছর পিকিং বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিলাভকারী প্রায় ৩০ শতাংশ ছাত্রছাত্রী বিদেশে গিয়ে লেখাপড়া করেন।
|