সম্প্রতি চীনের প্রথম সংখ্যালঘু জাতির অনাথদের শিল্পকলা স্কুল --- বোআই আন্তর্জাতিক সংস্কৃতি স্কুল চীনের উত্তরাংশের ছিনহুয়াংতাও শহরে প্রতিষ্ঠিত হয়েছে।
স্কুলটি চীনের সংখ্যালঘু জাতির অনাথদের নাচ, গান ও ছবি আকাঁ শেখানোর কেন্দ্রে পরিণত হবে। এখন উইগুর, কাজাক ও তাতারসহ চীনের সিনচিয়াং অঞ্চল থেকে আসা নানা সংখ্যালঘু জাতির অনাথ ভর্তি হয়েছেন।
|