চীন ও আসিয়ানের মধ্যে সংলাপ সম্পর্ক স্থাপনের পঞ্চদশ বার্ষিকী উপলক্ষে এক শীর্ষ সম্মেলন ৩০ অক্টোবর চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুয়াংসি সায়ত্বশাসিত অঞ্চলের নাননিং শহরে শুরু হয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ও আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া মাকাপাগাল আরোয়োসহ আসিয়ানের সদস্য দেশগুলোর নেতারা সম্মেলনে অংশ নিয়েছেন।
১৯৯১ সালে চীন ও আসিয়ানের মধ্যে সংলাপ সম্পর্ক স্থাপিত হয়। ১৫ বছর ধরে চীন ও আসিয়ানের মধ্যে শান্তি ও সমৃদ্ধিমুখী কৌশলগত অংশিদারী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। রাজনীতি, আর্থ-বাণিজ্য, নিরাপত্তা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে চীন ও আসিয়ান ব্যাপক আদান-প্রদান ও সহযোগিতা চালিয়েছে। যাতে এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি সুরক্ষার জন্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়।
|