তিন বছরের প্রচেষ্টার পর চীনের সান চিয়ান ইউয়ান অঞ্চলের প্রায় ৩০ হাজার পশুপালক পাহাড়ী অঞ্চল ত্যাগ করে শহরে বসবাস করতে শুরু করেছেন । এ অঞ্চলের পশুপালকদের পুনর্বাসনের জন্য স্থানীয় সরকার শহরাঞ্চলে ১৪টি অভিবাসী এলাকা প্রতিষ্ঠা করেছে এবং এ সব এলাকায় পানি , বিদ্যুত , চিকিত্সা ও শিক্ষার ব্যবস্থা করেছে ।
ছিংহাই প্রদেশের দক্ষিণাংশে অবস্থিত সান চিয়াং ইউয়ান অঞ্চল চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী ইয়াংসি নদী , হলুদ নদী ও লান ছান নদীর উত্পত্তি স্থল । গত ৩০ বছরে গোটা পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণে সান চিয়াং ইউয়ান অঞ্চলের পরিবেশের দ্রুত অবনতি ঘটছে ।
২০০৩ সাল থেকে চীন সরকার সান চিয়াং ইউয়ান অঞ্চলের পরিবেশের বিনির্মাণ প্রকল্প শুরু করে । স্থানীয় অভিবাসীদের অন্য জায়গায় স্থানান্তর এ প্রকল্পের এক গুরুত্বপূর্ণ অংশ । এই ব্যবস্থা অঞ্চলটির দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে । সরকারের সাহায্যে শহরাঞ্চলে স্থানান্তরিতঅভিবাসীদের অর্থনৈতিক অবস্থার উন্নত হয়েছে।
|