v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-30 17:16:13    
২৩--৩০ অক্টোবর, ২০০৬

cri
উ কুয়ান চাং এর শ্রীলংকার অতিথিদের সঙ্গে সাক্ষাত্

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য উ কুয়ান চাং ২৫ অক্টোবর পেইচিংয়ে শ্রীলংকার ফ্রীডম পার্টির ভাইস-চেয়ারম্যান, গণ মাধ্যম ও তথ্য মন্ত্রী আনুরা প্রিয়াদার্শণা ইয়াপার নেতৃত্বাধীন শ্রীলংকার ফ্রীডম পার্টির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

  উ কুয়ান চাং বলেছেন, চীন ও শ্রীলংকার বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান সূদীর্ঘকালের। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯ বছর রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা দিনে দিনে গভীরতর হচ্ছে। উ কুয়ান চাং বলেছেন, আগামী বছর চীন ও শ্রীলংকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তী এবং "চীন-শ্রীলংকার মৈত্রী বর্ষ"। চীন এই সুযোগ কাজে লাগিয়ে শ্রীলংকার সঙ্গে সম্মিলিত চেষ্টায় দু'দেশের ঐতিহ্যিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্র বাড়াবে এবং দু'দেশের সম্পর্ককে এক নতুন পর্যায়ে উন্নীত করবে। তাইওয়ান, তিব্বত ও মানবাধিকার সমস্যাসহ বিভিন্ন সমস্যায় শ্রীলংকা সরকার দীর্ঘকাল ধরে চীনকে দৃঢ় সমর্থন করে আসায় জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  ইয়াপা শ্রীলংকা ও চীনের বিদ্যমান ঐতিহ্যিক মৈত্রীর প্রশংসা করেছেন। চীনের পার্টি ও সরকার দীর্ঘকাল ধরে শ্রীলংকার সরকার ও জনগণকে দেয়া সমর্থন ও সাহায্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহা পরিচালক মনে করেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার পর চীন প্রতিশ্রুতি মনে চলছে

বিশ্ব বাণিজ্য সংস্থার মহা পরিচালক পাস্কাল লামি ২৮ অক্টোবর সুইজারল্যান্ডের লে তেম্পস পত্রিকাকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন, চীন ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার সময় দেয়া প্রতিশ্রুতি মেনে চলছে।

লামি মনে করেন, শুল্ক কমানো ও অভ্যন্তরীণ বাজার উন্মুক্ত করার ক্ষেত্রে চীন নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। তিনি বলেছেন, চীন বিশ্ব বাণিজ্য সংস্থার অন্যান্য সদস্যদের সমান মর্যাদার অধিকারী।

বিশ্ব বাণিজ্য সংস্থার একজন ব্যক্তি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ই ইউ বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে অভিযোগ করেছে যে, চীনের কিছু কিছু ভর্তুকি স্বচ্ছ না। চীন নিজের প্রতিশ্রুতি মেনে চলে না।

চীনে হেপাটাইটিস-বি নিরাময়ে টিকা গবেষণায় লক্ষ্যণীয় অগ্রগতি

চীনে হেপাটাইটিস-বি টিকা গবেষণায় লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। বতর্মানে এই রোগ নিরাময়ের জন্যে দু'টো টিকা চিকিত্সায় ব্যবহার করা হচ্ছে। ২২ অক্টোবর চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানা গেছে, এই গবেষণা সফল হলে হেপাটাইটিস-বি নিরাময়ের হার বিপুল মাত্রায় বাড়ছে। বর্তমানে চীনে ১২ কোটি হেপাটাইটিস-বি ভাইরাসবাহী মানুষ আছে । তা ছাড়া চীনে ৩ কোটি ৯ লাখ হল মন্থর হেপাটাইটিস-বি রোগী আছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনে ব্যাপকভাবে হেপাটাইটিস-বি টিকা দানের পদ্ধতি জনপ্রিয় করা হয়েছে। কিন্তু এই প্রতিরোধমূলক টিকা হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত রোগীদের কোন কাজে লাগে না। বতর্মানে বিশ্বে হেপাটাইটিস-বি রোগীদের দেহের ভাইরাস নিমূর্ল করণের পদ্ধতি এখোনো আবিস্কৃত হয়নি।

"হিউয়েন সাংয়ের পথ" পরিদর্শন দল ভারতে যাচ্ছে

"হিউয়েন সাংয়ের পথ" পরিদর্শন দল ২৬ অক্টোবর চীন ত্যাগ করে ভারতে গিয়ে সাংস্কৃতিক কর্মসূচী পালনের কাজ শুরু করেছে।

  "হিউয়েন সাংয়ের পথ" হচ্ছে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র "২০০৬ চীন-ভারত মৈত্রী বর্ষের" জন্য তৈরি বড় আকারের একটি সাংস্কৃতিক বিনিময় বিষয়ক অনুষ্ঠান। এর উদ্দেশ্য হচ্ছে চীনের প্রাচীনকালের বিখ্যাত বৌদ্ধভিক্ষু হিউয়েন সাং চীন তথা সারা বিশ্বের মানবজাতির সভ্যতা এবং আধ্যত্মিক জগতের উপর তাঁর প্রভাব অন্বেষণ করা। বিশেষজ্ঞ, পন্ডিত, তথ্য মাধ্যম এবং সমাজের সুবিখ্যাত ব্যক্তিদের নিয়ে গঠিত পরিদর্শন দল হিউয়েন সাং ভারতে বৌদ্ধ ধর্মীয় পবিত্র পুস্তক নেয়ার পথ অনুসরণ করে কাজাখস্তান, নেপাল প্রভৃতি দেশ পার হয়ে ভারতে যাবেন। ২০ নভেম্বর ভারতে হিউয়েন সাংয়ের স্মৃতি ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে দাঙ্গা-হাঙ্গামায় কমপক্ষে ১৪জন নিহত

২৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ দাঙ্গা-হাঙ্গামায় কমপক্ষে ১৪জন নিহত এবং একহাজারেরও বেশি লোক আহত হয়েছে।

সদ্যস সামতা ত্যাগকারী বিত্রনপি জাতীয়তাবাদী পার্টি ও আওয়ামি লীগ ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করেছে। সমাবেশকালে দু'পার্টির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে, এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং কয়েক শোজন আহত হয়। এ দিন দু'পক্ষের সমর্থকরা ঢাকার পূর্বে নরসিংদী নার্সিংদি জেলায় সংঘর্ষে লিপ্ত হয়, এতে তিনজন নিহত হয়েছে। চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থকরা সরকারের একজন কর্মচারীকে হত্যা করেছে। হাসপাতালে এ কর্মচারী মারা যায়। মেহেরপুর জেলায় আওয়ামী লীগের একজন সমর্থক দাঙ্গা-হাঙ্গামায় নিহত হয়েছে। ২৬ ও ২৭ অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ঢাকা ও অন্যঅন্য অঞ্চলে সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং কয়েক শোজন আহত হয়েছে।

২৭ অক্টোবর বিএনপি'র নেতৃত্বাধীন ক্ষমতাসীন চার দলের পার্টির জোট সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে। সংবিধান অনুযায়ী, ২৮ অক্টোবর তত্তাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা। এই তত্তাবধায়ক সরকার তিন মাসের মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠান করবে। কিন্তু বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে তত্তাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন তা নিয়ে মতৈক্য হয় নি। বিএনপি ঘোষণা দেয়, সাবেক প্রধান বিচারপাত কে.এম.হাসান তত্তাবধায়ক সরকারের প্রধান হবেন হন, কিন্তু আওয়ামী লীগ এর বিরোধীতা করে। খবরে প্রকাশ, ২৮ অক্টোবর কে.এম.হাসান জানিয়েছেন যে, তাঁর তত্তাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কোন ইচ্ছা নেই। বর্তমানে দু'দল তত্তাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ নিয়ে সৃষ্ট পদপ্রার্থীর সমস্যা সমাধানে আলাপ-আলোচনা করছে।

ভারতে নতুন তিনজন মন্ত্রী নিযুক্ত

ভারতের এশিয়া সংবাদ সংস্থার খবরে প্রকাশ , ভারতে প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৪ অক্টোবর এক'জন কেবিনেট মন্ত্রী আর দু'জন প্রতিমন্ত্রী নিযুক্ত করেছেন।

স্থানীয় তথ্য মাধ্যমের খবরে প্রকাশ , এ্যান্ডনী প্রনব মুখার্জীর স্থানে নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন , প্রনব মুখার্জীকে পররাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত করা হবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পদ এক বছর খালি ছিল । গত বছরের নভেম্বর মাসে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং "তেলের বিনিময়ে খাদ্য" পরিকল্পনার কেলেঙ্কারি কারণে পদ ত্যাগ করার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং পালন করছেন ।

শ্রীলংকার ক্ষমতাসীন পাটি ও বৃহত্তম বিরোধী পাটির মধ্যে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে

২৩ অক্টোবর শ্রীলংকার ক্ষমতাসীন পাটি ও যৌথ জাতীয় পাটির মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে সহযোগিতা চালানোর ব্যাপারে মতৈক্য হয়েছে।

দু'পাটির মধ্যে স্বাক্ষরিত স্মারকলিপী অনুযায়ী, আগামী দু'বছরের মধ্যে দু'পাটির মধ্যেকার সংঘর্ষ, নিবার্চনী সংস্কার, সরকারের ব্যবস্থাপনা উন্নয়ন ও সমাজের উন্নয়ন ত্বরানিত্ব করা ইত্যাদি বিষয়ে সহযোগিতা চালানো হবে। যৌথ জাতীয় পাটি প্রতিশ্রুতিদিয়েছে যে, তারা উল্লেখিত বিষয়াদি সম্পর্কেবতর্মান সরকারের নীতিপন্থা ও পদক্ষেপ সমর্থন করবে । তা ছাড়া, যৌথ জাতীয় পাটি আলোচনার মাধ্যমে সকল প্রকার সংঘর্ষেরনিষ্পত্তি এবং সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধীতা করার মনোভাব আরেক বার ব্যক্ত করেছে।

এই চুক্তি কার্যকরকরার সময় সম্মুখীন সম্ভাব্য সমস্যা মোকাবেলার জন্যে দু'পক্ষ রাজি হয়েছে যে, বতর্মান প্রেসিডেন্ট মহিন্দ রাজাপাকস আর যৌথ জাতীয় পাটির নেতা রানিল ওকরোমাসিহারের নেতৃত্বে একটি উচ্চ পযার্য়ের কমিশন গঠন করা হবে। প্রেসিডেন্ট রাজাপাকস স্কাক্ষর অনুষ্ঠানে বলেছেন, এই চু্ক্তিস্বাক্ষরের ফলে

শ্রীলংকায়একটি নতুন যুগের সুত্রপাত হয়েছে। সমস্ত রাজনৈতিক পাটির ব্যক্তিগত ও পাটির স্বার্থের চেয়ে দেশের স্বার্থকেসর্বাগ্রে বিবেচনা করা উচিত। রানিল ওকরোমাসিহার বলেছেন, দেশের শান্তি ও উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া বিশেষ করে অভ্যন্তরীণসংঘর্ষ রাজনৈতিকভাবে নিষ্পত্তি করার জন্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোন ব্যক্তি বা রাজনৈতিক পাটির স্বার্থের জন্য নয়।

পাকিস্তানে ৪৪০ জনেরও বেশী লোক ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়েছে]

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৩ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, অক্টোবর মাসের শুরু থেকে এ পর্যন্ত, পাকিস্তানে কমপক্ষে ৪৪৬ জন লোক ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়েছে । এতে ২৫ জন মারা গেছে । বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণাংশের বাণিজ্য শহর করাচিতে এসব রোগী শনাক্ত করা হয়েছে। ২ অক্টোবরের পর মোট ১৩৩৭ জন সন্দেহভাজন রোগী করাচির বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪৩২ জন ডেঙ্গুর জ্বরে আক্রান্ত রোগী বলে শনাক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য করেছেঃ উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার জাতীয় সমঝোতা সমিতির মুখপাত্র ২৮ অক্টোবর পিয়ংইয়ংয়ে এক ভাষণে যুক্তরাষ্ট্রকে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধীতা করার আহ্বান জানিয়েছেন।

উত্তর কোরিয়ার কেন্দ্রীয় তথ্য বার্তার খবরে প্রকাশ, এই মুখপাত্র বলেছেন, মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা সাম্প্রতিককালে বারবার দক্ষিণ কোরিয়া সফর করেছে। তারা দক্ষিণ কোরিয়ার উদ্যেগে উত্তর কোরিয়ার সঙ্গে সহযোগিতা কুমগাং-সান পর্যটন, কায়েসোং শিল্প অঞ্চলের পরিকল্পনা ও উত্তর কোরিয়াকে সাহায্য বন্ধ করা এবং সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের ' পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও নিরাপত্তার প্রস্তাবে' অংশ নেয়ার আবেদন জানিয়েছে।

এ মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের তত্পরতা হল উত্তর কোরীয় জাতী ও স্বাতন্ত্রের উপর আগ্রাসী আক্রমণ। এর লক্ষ্য হল কোরীয় জাতীর অভ্যন্তরীন বৈরীতা ও কোরীয় উপদ্বীপের উত্তেজনাসংকুল পরিস্থিতির অবনতি ঘটানো। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ তত্পরতার বিরোধীতা করা ও দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তি দেয়ার তত্পরতায় অংশ নেয়া রোধ করার আহ্বান জানিয়েছেন।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী জোরদার

ইরানের ছাত্র বার্তা সংস্থা ২৭ অক্টোবর ইরানের একজন সরকারী কর্মকর্তার কথা উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঘণিভূত ইউরেনিয়াম তৈরির জন্য দু'সপ্তাহআগে দ্বিতীয়বার সেন্ট্রিফউজ বসানো হয়েছে। এ সপ্তাহে ইরানী বিজ্ঞানীরা সেন্ট্রিফউজের ভিতরে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস স্থাপন করেছেন এবং সংশ্লিষ্ট পণ্য অর্জন করেছেন। এই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে সংশ্লিষ্ট অবস্থা অবহিত করেছে।

  একই দিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ হোয়াইট হাউসে সংবাদদাতাদের বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের পরমাণু পরিকল্পনা বন্ধ করার জন্য দ্বিগুণ প্রচেষ্টা চালাতে হবে। যুক্তরাষ্ট্র তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানের পারমাণবিক অস্ত্রধারী অধিকারী দেশে পরিণত হওয়া কোন মতে গ্রহণযোগ্য নয়।

  ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন বাপ্টিস্টে মাদাই একই দিন প্যারিসে বলেছেন, সম্প্রতি ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী জোরদার করার কথা ঘোষণার পর ইরানের পারমাণবিক দক্ষতা উন্নয়নের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরো গভীর হয়েছে।