২৯ অক্টোবর নেপালের সরকার বিরোধী দল ঘোষণা করেছে যে, সারাদেশে একপক্ষীয় যুদ্ধবিরতির সময় আরো ৩ মাস বাড়াবে ,যাতে দেশের শান্তি বাস্তবায়নের পরিস্থিতি সৃষ্টি করা যায় ।
সরকার বিরোধী দলের নেতা প্রাচন্দা কাঠমুণ্ডুতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতির সময় বাড়ানোর উদ্দেশ্য হল জনগণের শান্তির ইচ্ছের সঙ্গে সহমর্মিত প্রকাশ করা এবং বর্তমান শান্তিপূর্ণ বৈঠকে সাফল্য অর্জন করা আর সবশেষে সংবিধান প্রণয়ন সম্মেলনের নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু পরিস্থিতির সৃষ্টি করা ।
তিনি আরো বলেছেন, সাতটি পার্টি সরকার বিরোধী দলের সঙ্গে অনুষ্ঠানরত শান্তিপূর্ণ বৈঠকে ইতিবাচক অগ্রগতি অর্জন হয়েছে । তিনি বিশ্বাস করেন বৈঠকটি বিরাট সাফল্য অর্জন করবে ।
জানা গেছে, নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কোইরালা এদিন সকালে প্রাচন্দার সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক করেছেন । ভবিষ্যতে দু'পক্ষ উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক আলোচনা করবে ।
|