v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-30 14:43:54    
বিশ্বে চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়েছে

cri
    চীনা ভাষা অর্থাত্ হান ভাষা আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করা সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় কার্যালয় এবং ব্রিটেন,জার্মানী, স্পেন, সার্ভিয়া, পর্তুগাল ,বেলারুস এই ছয়টি দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্প্রতি কনফুসিয়াস ইনস্টিটিউট গড়ে তোলার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    এই ছয়টি বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্রিটেনের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়, জার্মানীর দুসেল্ডোর্ফ বিশ্ববিদ্যালয়, সার্বিয়ার বেলগ্রেড বিশ্ববিদ্যালয়, পর্তুগালের মিনোহো বিশ্ববিদ্যালয় , বেলারুসের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং স্পেনের ক্রানাডা বিশ্ববিদ্যালয়।

    চুক্তি স্বাক্ষারের আগে চীনের দায়িত্বশীল সরকারি কর্মকর্তা ছয়টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে স্বল্পকালীন সাক্ষাত্ করেছেন। তাঁরা ছ'দেশে কনফুসিয়াস ইনস্টিটিউট গড়ে তোলা, চীনা ভাষা এবং চীনের সংস্কৃতি জনপ্রিয় করা এবং দ্বিপক্ষীয় বিনিময় ত্বরান্বিত করা নিয়ে মত বিনিময় করেছেন।

    চীনের শিক্ষা বিষয়ক পত্রিকা সূত্রে জানা গেছে, চীনা ভাষা চীনকে জানা ও চীনের সঙ্গে মত বিনিময়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার ও সাংস্কৃতিক বাহন হিসেবে বিদেশের আরো বেশি সরকার, শিক্ষা সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান এবং জনগণের কাছে গুরুত্ব পাচ্ছে। চীনা ভাষার গুরুত্ব অব্যাহতভাবে বাড়ছে। বিশ্বে চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়েছে। বর্তমানে বিদেশে চীনা ভাষা অধ্যয়ণরত লোকের সংখ্যা চার কোটি ছাড়িয়েছে।

    সম্প্রতি হান ভাষা আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করা সংক্রান্ত চীন সরকারের দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, মার্কিন বিশ্ববিদ্যালয় পরিষদের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪০০টিরও বেশি মাধ্যমিক স্কুল এডভান্সড প্লেসমেন্টে চীনা ভাষার কোর্স খুলতে ইচ্ছুক। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে ক্রমেই আরও বেশিলোক চীনা ভাষা শিখতে শুরু করেছে। তাই মার্কিন বিশ্ববিদ্যালয় পরিষদ ২০০৩ সাল থেকে বিখ্যাত এডভান্সড প্লেস্ম্যান্ট প্রকল্পে চীনা ভাষা প্রশিক্ষণের কোর্স ও পরীক্ষা প্রবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এডভান্সড প্লেস্ম্যান্ট হচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় পরিষদের উদ্যোগে মাধ্যমিক স্কুলে গড়ে তোলা একটি কোর্স । মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা এই কোর্সের পরীক্ষা দিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার অগ্রাধিকার পান, অর্থাত্ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সুবিধা হয়।

    এই দায়িত্বশীল কর্মকর্তা সম্প্রতি অনুষ্ঠিত চীনা ভাষার সেতুবন্ধন ---মার্কিন যুক্তরাষ্ট্রের হেড-মাস্টাররা চীন সফরের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন।

    চীনের বিশ্বায়নমুখী নীতির সম্প্রসারণ, চীন ও বিশ্বের মধ্যে বিনিময় আরো ব্যাপক ও গভীর করা হয়েছে। ফলে চীনা ভাষা শিক্ষার লোকের সংখ্যাও বাড়ছে। বতর্মানে মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা ভাষার কোর্স চালু হওয়া স্কুলের সংখ্যা দু'শোটিরও বেশি। তবে এই সংখ্যা প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারছে না।

    জানা গেছে, এপি চীনা ভাষার কোর্স, পরীক্ষার উন্নয়ন এবং এপি চীনা ভাষার শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি কাজ চলছে। অনুমান করে বলা যায়, ২০১০ সালে বিশ্বে চীনা ভাষা শিক্ষার বিদেশীর সংখ্যা ১০ কোটি হবে। সে সময় কমপক্ষে ৫০ লাখ চীনা ভাষার শিক্ষক প্রয়োজন হবে। তবে হান ভাষা আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করা সংক্রান্ত চীনের সরকারি কার্যালয় মনে করে, বর্তমানে বিশ্বের বৈদেশিক চীনা ভাষার শিক্ষক উন্নয়নের পরিস্থিতি অনুয়ায়ী, সে সময় বৈদেশিক চীনা ভাষার শিক্ষক কম হবে।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের সার্বিক রাষ্ট্রীয় শক্তি ও আন্তর্জাতিক অবস্থান ক্রমান্বয়ে বাড়ার সঙ্গে সঙ্গে চীনা ভাষা শেখা বিশ্বে আরো জনপ্রিয় হয়ে উঠছে।

    সম্প্রতি প্রকাশিত "চীনের ভাষা পরিস্থিতি রিপোর্টে" বলা হয়েছে, ২০০৫ সালে চীনা ভাষা শেখা বিদেশীদের সংখ্যা ছিল প্রায় চার কোটি। তবে বিশ্বে বৈদেশিক চীনা ভাষা শিক্ষকদের সংখ্যা শুধু ২০ হাজারেরও বেশি।

    বর্তমানে চীনের অভ্যন্তরীণ বৈদেশিক চীনা ভাষার শিক্ষকদের সংখ্যা প্রায় ছয় হাজার। তাঁদের মধ্যে বৈদেশিক চীনা ভাষার শিক্ষক সংক্রান্ত যোগ্যতা স্বীকৃতিপত্র রয়েছে শুধু তিন হাজার জনের।