v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-30 14:33:15    
চীনের প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠানের অনেক উন্নতি হয়েছে

cri
    ৫৮তম জার্মানী ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বই মেলা ৮ অক্টোবর শেষ হয়েছে। তবে এবারের বই মেলায় চীনের প্রকাশনসমূহ বিশ্বের বোদ্ধা পঠকদের কাছে ভীষণভাবে সমাদৃত হয়েছে। একারণে চীনের প্রকাশনা শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রকাশনা শিল্পে আগ্রহ বেড়ে গেছে। কারণ এবারের বই মেলায় চীনের মোট ১ হাজার ৩৬৪টি গ্রন্হসম্বত্ব রপ্তানি করেছে। এ সংখ্যা গতবছরের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি । আজকের " বিজ্ঞান ও জীবন" অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে আজ আলোচনা করবো:

    এবারের এই বই মেলায় চীনের প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানের প্রকাশনা শিল্পের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের প্রকাশনার ক্ষেত্রে আরো অনেক অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে। মেলা সম্পর্কিত সংশ্লিষ্ট একজন ব্যক্তি বলেছেন, এবারের প্রকাশনা ক্ষেত্রে অর্জিত প্রচুর অগ্রগতি থেকে প্রমাণিত হয়েছে যে চীনা প্রকাশকদের বিভিন্ন মেলায় সম্মানজনক অশগ্রহণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রীয় সংবাদ প্রকাশনা বিভাগের প্রধান লুং সিনমিন বলেছেন যে, চীনের বই বিশ্বের দৃষ্টি আকষণে সক্ষম হয়েছে। প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্রীয়ভাবে আন্তর্জাতিক তত্পরতায় অংশ নেয়ার চেতনাও জোরদার হয়েছে। চীনের বইগুলো আন্তর্জাতিক বাজারে বিষয়ের ওপর থাকায় তার প্রচার বহুলভাবে বেড়ে যাছে।

    সাম্প্রতিক বছরগুলোতে, চীনের প্রকাশনা শিল্প গ্রন্হঘ্বত্ব রপ্তানির ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। এবার আন্তর্জাতিক ফ্রাঙ্কফুর্ট বই মেলায় অর্জিত সাফল্য শুধু প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠানের বাণিজ্য ক্ষেত্রের একটি অনুচিত্র। চীনের প্রচার মন্ত্রণালয়ের প্রকাশনা ব্যুরোর প্রধান চাং সিওইং বলেছেন যে, এ কয়েক বছরে চীনের প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠানের প্রকাশনা ক্ষেত্রে সক্রীয় প্রচেষ্টার দ্বারা প্রকাশনার গুণগত মানকে উন্নত করা হয়েছে, যাতে চীনের প্রকাশনা শিল্পের গ্রন্হস্বত্ব বাণিজ্যের সুষ্ঠু পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    " সাংস্কৃতিক কাঠামোর সংস্কারের লক্ষে আমাদের প্রকাশনা ইউনিটগুলো একটি শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রকাশনার ক্ষেত্রে ঐতিহ্য ও কৃষ্ঠির পাশা পাশি সৃষ্ট সাহিত্য কর্যকে তুলে ধরে। তারা বাজারের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। এর সঙ্গে সঙ্গে তাদের দেশের বাজারসহ আন্তর্জাতিক বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার সমস্যাগুলো খুঁজে বেড় করে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সাফল্যকে অর্জন করে থাকে। কিভাবে একটি নতুন বাজারে প্রতিষ্ঠিত করবে এবং কিভাবে প্রকাশনা বৃদ্ধি পাবে সে বিষয়ে প্রকাশনা সংস্থাগুলো সচেতন।"

    চীনের রাষ্ট্রীয় সংবাদ প্রকাশনা বিভাগের প্রধান লুং সিনমিন বই প্রদর্শনকালে সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, এখন চীনের অনেক বেশি শিল্পপ্রতিষ্ঠান বিদেশী প্রকাশনা ক্ষেত্রের বাণিজ্যিক ব্যবসায়ীদের সঙ্গে সম্মিলিত সহযোগিতায় বইপত্র প্রকাশ করে থাকে। এর মধ্যে ফ্রাঙ্কফুর্টের বই মেলায় চীনের প্রকাশনা শিল্প " হান ভাষা"কে তুলে ধরেছে সুন্দরভাবে যা বই মেলায় প্রচুর ইতিবাচক প্রশংসা পেয়েছে। এই ক্ষেত্রে চাং সিওইং সংবাদদাতার কাছে বলেছেন:

    " হানভাষায় লেখাপড়া করা হচ্ছে বর্তমানে বিশ্বের একটি আকষনীয় বিষয়। অনেক দেশের লোকেরাই এখন হানভাষা শিখছে , তাই বিদেশীদের হানভাষা শেখার জন্যে আমরা কয়েকটি হানভাষা শেখার বইও এ সম্পর্কিত পণ্য বিশেষ করে প্রকাশ করেছি । এবারে এক্ষেত্রের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়, ভাষা সাংস্কৃতিক বিশ্বিবিদ্যালয়, রাষ্ট্রীয় হানভাষা অফিস এবং উচ্চ শিক্ষা প্রকাশ ইউনিট । তাদের প্রকাশনা নিয়ে ক্রশ গ্রহণ করেছে "

বিদেশীভাষা শেখানো ও গবেষণা প্রকাশ ইউনিটের আন্তর্জাতিক বিভাগের প্রধান সুং ওয়েইওয়েই বলেছেন, ফ্রাঙ্কফুর্ট বই মেলা শুরু হবার প্রথমদিনেই আমাদের প্রকাশনা শিল্পের অনেক সাফল্য অর্জিত হয়েছে। এখন হান ভাষা শেখানোর জন্যে একটি বিশেষ বইও প্রকাশিত হয়েছে।

    চাং সিওইং বলেছেন, হানভাষা বইগুলোর চেয়ে বৈজ্ঞানিক বই-এর সংখ্যাও আগের চেয়ে অনেক বেশি হয়েছে।

" আগে বিজ্ঞান বিষয়ক বইগুলোর ক্ষেত্রে আমাদের প্রকাশনা ছিল খুবই কম, সাম্প্রতিক বছরগুলোয় রাষ্ট্রীয় অর্থনৈতিক ও বিজ্ঞানের উন্নয়নে অনেক বিজ্ঞানসম্মত পণ্য বিশ্বের আধুনিক ও আন্তর্জাতিক মানে পৌঁছেছে। চীনের এবারের বিজ্ঞান বিষয়ক প্রকাশনা গোষ্ঠী প্রথমবারের মত ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বই মেলায় ও এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে অংশ নিয়েছে।"

    আরো জানা গেছে, এবারের সম্মেলনে ১১৬টি ধারাবাহিক বিজ্ঞান বিষয়ক বই প্রকাশের জন্য বৈদেশিক প্রকাশনা সংস্থার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।