v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-30 09:57:26    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/১০/৩০

cri

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের সার্বিক রাষ্ট্রীয় শক্তি ও আন্তর্জাতিক অবস্থান ক্রমান্বয়ে বাড়ার সঙ্গে সঙ্গে চীনা ভাষা শেখার বিষয়টিও  বিশ্বে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। চীনের জাতীয় চীনা ভাষা শিক্ষাদান কার্যালয়ের অনুমান অনুযায়ী, আগামী ২০১০ সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের  মোট ১০ কোটি লোক চীনা ভাষা শিখবেন। চীনা ভাষা শিক্ষাদান সম্প্রসারণের জন্য চীনের জাতীয় চীনা ভাষা শিক্ষাদান কার্যালয় বিশ্বব্যাপী কনফুসিয়াস ইনস্টিটিউ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করেছে। ৩০ অক্টোবর সোমবার বিজ্ঞান বিচিত্রা আসরে লিলু এই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবেন।
 মহাপ্রাচীর হচ্ছে সারা পৃথিবীর কাছে চীনা জনগণের সযত্নে লালন করা মহামূল্যবান পুরাকীর্তি। হাজার হাজার বছর ধরে অসংখ্য যুদ্ধের আগুণ , ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগের কারনে মহাপ্রাচীর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক বছর ধরে চীনের অসংখ্য লোক স্বতস্ফুর্তভাবে মহাপ্রাচীর সংরক্ষণের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। চাং হো শান নামক একজন সাধারণ কৃষক বিশ বাইশ বছর ধরে নিশব্দে মহাপ্রাচীর সংরক্ষণের কাজ করে এসেছেন। ১লা নভেম্বর বুধবার সমাজ দর্পণ আসরে শি চিং উ এ কৃষকের কাহিনী আপনাদের শোনাবেন।
 ২০০১ সালের জুলাই মাসের কোন এক দিন, চীনের হোপেই প্রদেশের কুয়ানথাও জেলার সিলিউ চুয়াং  গ্রাম থেকে এক খবর ছড়িয়ে যায় যে, গ্রামের ১৮ বছর বয়সী মেয়ে চিন রেনরেন মাছি চাষ করবে। খবরটা গ্রামসাবীদের কাছে বোমার মতো বিস্ফোরিত হয়। হঠাত্ এই প্রত্যন্ত নির্জন গ্রামের সবার মনে সন্দেহ জাগে, কি হল মেয়েটির,  মাথাটি খারাপ হয়ে গেলো? সে কেন মাছি চাষ করবে? যখন গ্রামবাসীরা সন্দেহের চোখে তার দিকে তাকাচ্ছিলেন , তখন চিন রেনরেন তার সিদ্ধান্ত দৃঢ় থেকে বাস্তবায়ন করছিলেন মাছি চাষের বিষয়টি। কেন জঘন্য মাছি তার কাছে এক মূল্যবান জিনিসে পরিণত হলো? ২ নভেম্বর বৃহস্পতিবার কন্যা জায়া জননী আসরে চুং শাও লি "মাছি চাষকারী মেয়ে চিন রেনরেন" শিরোনামে আপনাদের একটি গল্প শোনাবেন।
 সমুদ্র সমতলের তুলনায় ১৩০০ মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত চীনের হুনান প্রদেশের উত্তর-পশ্চিমাংশে ইয়াও জাতির একটি শাখা- হুয়া ইয়াও'র বাস। হুয়া ইয়াও জাতির জনসংখ্যা মাত্র ৫ হাজার। একটি উপজাতি হিসেবে ইয়াও জাতির ঐতিহাসিক গ্রন্থে তা লিপিবদ্ধ করা হয় নি। হুয়া ইয়াও লোকদের রঙবেরঙের জামা-কাপড়, রহস্যপূর্ণ চালচলন ও এই এলাকার অজস্র প্রাচীন গাছ বহু সংখ্যক পর্যটককে আকর্ষণ করে। ৪ঠা নভেম্বর শনিবার ওরা অনন্য অনুষ্ঠানে থাং ইয়াও খান হুয়া ইয়াও জাতির রমণীয় পাহাড়ী গ্রাম সম্পর্কে আপনাদের কিছু বলবেন।
 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।