২৯ অক্টোবর সকাল নয়টায় চীনের বৃহত্তম জলবিদ্যুত কেন্দ্র --ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্পের বিদ্যুত কেন্দ্রের তিন দিনব্যাপী পরীক্ষা শেষ হয়েছে । জলবিদ্যুত কেন্দ্রের যন্ত্রপাতিগুলো ঠিকমতো কাজ করছে ।
এই জলবিদ্যুত কেন্দ্রে মোট ১৪টি সাত লাখ কিলোওয়াটের বিদ্যুত যন্ত্রআছে । তিন গিরি খাত কোম্পানির জেনারেল ম্যানেজার লি ইয়োং আন বলেছেন , ৭২ ঘন্টার বিরামহীন কাজ করার পরীক্ষা চালানোর উদ্দেশ্য হলো ১৪টি বৈদুতিক যন্ত্রপাতির গুনগত মান পরীক্ষা করা । এই পরীক্ষা ২৬ অক্টোবর সকাল নয়টা থেকে শুরু হয় ।
২০ অক্টোবর থেকে তিন গিরিখাত প্রকল্পের বড় জলাধারের পানির উচ্চতা ১৩৫.৫ মিটার থেকে ১৫৬ মিটার বাড়তে শুরু হয় । ২৭ অক্টোবর জলাধারের পানির উচ্চতা ১৫৬ মিটার হয়েছে । ২৯ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত তিন গিরিখাত বিদ্যুত কেন্দ্র ১৩৮.৩ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুত উত্পাদন করেছে ।
|