চীনের উপ-প্রধানমন্ত্রী চেং পেইইয়েন ২৮ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে জোর দিয়ে বলেছেন, প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলের নির্মাণ ও ব্যবস্থাপনা মান আরো উন্নত করা এবং দেশের প্রাকৃতিক নিরাপত্তা সুরক্ষা করার ক্ষেত্রে আরো বেশী ভূমিকা পালন করা উচিত।
চেং পেইইয়েন বলেছেন, ৫০ বছর ধরে চীনের প্রাকৃতিক অঞ্চল দিন দিন বড় হচ্ছে। এই অঞ্চল দেশের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে।
চেং পেইইয়েন সংশ্লিষ্ট বিভাগের প্রতি সারা দেশের প্রাকৃতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম প্রণয়ন করা এবং আরো বেশী পুঁজি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
চীনের প্রথমপ্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল, অর্থাত দিংহুশান প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল ১৯৫৬ সালে কুয়াংতোং চাওছিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে দেশের মোট ২ হাজার তিন'শরও বেশী প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল আছে। এই আয়তন দেশের মোট আয়তনের প্রায় ১৫ শতাংশ।
|