![]( /mmsource/images/2006/10/28/1.jpg) ২৭ অক্টোবর নেপালের জাতীয় পার্কের একজন কর্মী বলেছেন , পার্কে সংরক্ষিত গন্ডারের সংখ্যা বিপুলমাত্রায় কমে গেছে । এ পর্যন্ত হ্রাস পাওয়ার প্রবণতা কার্যকরভাবে রোধ করা যায় নি ।
সিনহুয়া বার্তা সংস্থার সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে এই কর্মী বলেছেন , ২০০৫ সালের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , পার্কে ২০০০ সালের তুলনায় গন্ডারের সংখ্যা ২৪০ কমে গেছে । এখন গন্ডারের সংখ্যা শুধু ৩৭২ ।
গন্ডারের সংখ্যা বিপুলমাত্রায় হ্রাস পাওয়ার মূলে রয়েছে অতিরিক্ত শিকার ।
গন্ডার, রয়েল বেঙ্গল টাইগারসহ বিরল বন্য প্রাণী সংরক্ষণ করার জন্য ১৯৭৩ সালে পেনালে জাতীয় পার্ক প্রতিষ্ঠিত হয় । পার্কে নেপালের রাজকীয় সেনাবাহিনী পাহারা দেয়ায় পার্ক প্রতিষ্ঠিত হওয়ার প্রথম দিকে গন্ডারের সংখ্যা বেড়ে যায় । কিন্তু গত কয়েক বছরে রাজকীয় বাহিনী আর সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের মধ্যে লড়াই বিস্তৃত হওয়ায় শিকারীরা অবাধে গন্ডার শিকার করেছে ।
|