চীনের রাষ্ট্রীয় বনায়ন ব্যুরো ২৮ অক্টোবর ঘোষণা করেছে যে , চীনে বনায়নের আদর্শ প্রাকৃতিক সংরক্ষণ এলাকা গড়ে তোলার নির্মাণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।
খবরে প্রকাশ , চীনে এই প্রকল্প গড়ে তুলতে বেশ কয়েকটি প্রতিনিধিত্বকারী প্রাকৃতিক সংরক্ষণ এলাকা বাছাই করা হবে । একই দিন ইয়ুননান প্রদেশের সিসানপাননা অরণ্য , ছিংহাই প্রদেশের কোকোসিলি অঞ্চল , তিব্বতের চুমোলংমা পর্বতশৃঙ্গসহ ৫১টি আদর্শ প্রাকৃতিক সংরক্ষণ এলাকার নির্মাণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বনায়ন ব্যুরোর উপ-মহাপরিচালক চাও স্যুই মিন বলেছেন , ভবিষ্যতে প্রাকৃতিক সংরক্ষণ এলাকা গড়ে তোলার কর্মসূচী অনুযায়ী বিরল বন্য উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের ওপর ব্যাপক মনোযোগ দেয়া হবে ।
|