২৮ অক্টোবর চীনের আসিয়ান মেলার সচিব কার্যালয় বলেছে, চীন-আসিয়ান তৃতীয় মেলা এবং চীন-আসিয়ান বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি কাজ শেষ হয়েছে ।
৩১ অক্টোবর চীন-আসিয়ান তৃতীয় মেলা এবং চীন-আসিয়ান তৃতীয় বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন চীনের কুয়াংশি প্রদেশের নাংনিং শহরে অনুষ্ঠিত হবে । চীন-আসিয়ান মেলার সচিব কার্যালয়ের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, দেশী বিদেশী শিল্পপ্রতিষ্ঠানের প্রদর্শনীর পণ্যদ্রব্য নাংনিংয়ে পাঠানো হয়েছে এবং প্রদর্শনীর প্রস্তুতি কাজ চলছে ।প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের অধিকাংশ ইত্যেমধ্যে নাননিংয়ে পৌঁছেছেন । অনুমান করা হচ্ছে, অংশগ্রহণকারীদের সংখ্যা প্রায় ৬০ হাজার হবে ।
চীন -আসিয়ান অবাধ বাণিজ্য এলাকা গড়ে তোলার প্রক্রিয়া দ্রুত হওয়ার পাশা পাশি চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে আর্থ-বাণিজ্য ও সংস্কৃতির যোগাযোগ আরো ঘনিষ্ঠ হয়েছে । চীন ও আসিয়ান দেশগুলোর আর্থ-বাণিজ্য যোগাযোগ ত্বরান্বিত করার এক গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে ২০০৪ সালে চীন-আসিয়ান মেলা প্রথমবারের মত আয়োজিত হওয়ার পর , বিভিন্ন পক্ষের মনোযোগ আকর্ষণ করে ।
৩০ অক্টোবর চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণীয় শীর্ষ সম্মেলন নাননিংয়ে অনুষ্ঠিত হবে ।
|