চীনে সুদানের রাষ্ট্রদূত মিগানি মোহম্মদ সালিহ ২৮ অক্টোবর পেইচিংয়ে দেয়া এক সাক্ষাত্কার বলেছেন, সুদান সরকার আশা করে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম চীন ও আফ্রিকার সহযোগিতা জোরদার করার এক সুদীর্ঘকালীণ ফলপ্রসূ ব্যবস্থায় পরিণত হবে। সুদান আশা করে, পেইচিং শীর্ষ সম্মেলনে প্রকাশিত রাজনৈতিক দলিলগুলোতে স্পষ্টভাবে এই আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।
চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলন এবং তৃতীয় মন্ত্রী পর্যায় সম্মেলন ৩ থেকে ৫ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। সালিহ বলেছেন, ৪০ জনেরও বেশি আফ্রিকান দেশগুলোর শীর্ষনেতা বা সরকার প্রধান পেইচিং শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। সুদান সরকার আশা করে, এবারের শীর্ষ সম্মেলন চীন-আফ্রিকা সহযোগিতার ক্ষেত্রে রাজনৈতিক স্বদিচ্ছা আরো জোরদার করবে।
তিনি আরো বলেছেন, সুদান ও চীন আন্তর্জাতিক বিষয়াদিতে দীর্ঘকাল ধরে সহযোগিতা করে এবং পরস্পরকে সমর্থন করে আসছে। সুদান বরাবরই আফ্রিকান দেশগুলোর সঙ্গে চীনের স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের জন্য প্রচেষ্টা চালিয়েছে। আফ্রিকান অঞ্চলে কেবল এক চীনের সঙ্গে সহযোগিতা করা গোটা আফ্রিকান মহাদেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ বলে সুদান মনে করে।
|