ইরানের ছাত্র বার্তা সংস্থা ২৭ অক্টোবর ইরানের একজন সরকারী কর্মকর্তার কথা উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঘণিভূত ইউরেনিয়াম তৈরির জন্য দু'সপ্তাহআগে দ্বিতীয়বার সেন্ট্রিফউজ বসানো হয়েছে। এ সপ্তাহে ইরানী বিজ্ঞানীরা সেন্ট্রিফউজের ভিতরে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস স্থাপন করেছেন এবং সংশ্লিষ্ট পণ্য অর্জন করেছেন। এই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে সংশ্লিষ্ট অবস্থা অবহিত করেছে।
একই দিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ হোয়াইট হাউসে সংবাদদাতাদের বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের পরমাণু পরিকল্পনা বন্ধ করার জন্য দ্বিগুণ প্রচেষ্টা চালাতে হবে। যুক্তরাষ্ট্র তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানের পারমাণবিক অস্ত্রধারী অধিকারী দেশে পরিণত হওয়া কোন মতে গ্রহণযোগ্য নয়।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন বাপ্টিস্টে মাদাই একই দিন প্যারিসে বলেছেন, সম্প্রতি ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী জোরদার করার কথা ঘোষণার পর ইরানের পারমাণবিক দক্ষতা উন্নয়নের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরো গভীর হয়েছে। তিনি বলেছেন, এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত অনুমোদন ত্বরান্বিত করা এবং "জাতিসংঘ সনদের" ৪১ ধারা অনুযায়ী ধারাবাহিক ব্যবস্থা নেয়া উচিত।
|