চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পান কুও ২৭ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , চীন ও জাপানের উচিত দু'দেশের সম্পর্কের সংস্কার ও উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া , দুদেশের সম্পর্ক উন্নয়নের প্রবণতাকে অব্যাহত রেখে দু'দেশের সার্বিক সম্পর্ককে উন্নয়নের আরো উচ্চ পর্যায়ে উন্নীত করা ।
জাপানের গণতান্ত্রিক পার্টির প্রধান ওজায়া ইছিরোর সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , চীন-জাপান যৌথ বিবৃতিসহ তিনটি রাজনৈতিক স্মারকপত্র র দু'দেশের সম্পর্ক উন্নয়নের রাজনৈতিক ভিত্তি । এই তিনটি রাজনৈতিক স্মারকের মর্মকথা মেনে নেয়া হলে দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে বিকশিত হবে ।
|