চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং ২৭ অক্টোবর পেইচিংয়ে সুইজার্ল্যান্ডের ভাইস-চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাডাম মিছেলিন কেমি রে-এর সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন, সুইজার্ল্যান্ড বরাবরই এক চীন নীতিতে অবিচল থাকায় চীন তার প্রশংসা করে।
লি চাও শিং বলেছেন, সুইজার্ল্যান্ড হচ্ছে সর্বপ্রথম নয়া চীনকে স্বীকৃতি দেয়া পাশ্চাত্য দেশের অন্যতম। সুইজার্ল্যান্ড সবসময় এক চীন নীতি অনুসরণ করে আসছে। চীন এর প্রশংসা করে এবং আশা করে, সুইজার্ল্যান্ড অব্যাহতভাবে এক চীন নীতিতে অবিচল থাকবে এবং বাস্তবসম্মত চীনের মনযোগ বিষয়গুলোর ওপর গুরুত্ব দেবে।
কেমি রে বলেছেন, তাইওয়ান সমস্যায় সুইজার্ল্যান্ড সরকারের অবস্থান স্পষ্ট, ভবিষ্যতেও এর পরিবর্তন হবে না।
দু'পক্ষ বহুপক্ষিয় সংস্থার সহযোগিতা, মেধাসত্ব সংরক্ষণ, মানবাধিকার এবং কোরিয় উপদ্বীপের পরমাণু পরীক্ষা এবং ইরানের পারমাণবিক সমস্যাসহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী লি ছাও শিংয়ের আমন্ত্রণে কেমি রে' ২৬ অক্টোবর পেইচিং পৌঁছে চীনে তাঁর আনুষ্ঠানিক সফর শুরু করেছেন।
|