চীনের রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরোর মহাপরিচালক চৌ সেন সিয়ান ২৭ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , ২০১০ সালে চীনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকার আয়তন চীনের ভূভাগের ১৬ শতাংশ হবে । তখন দেশের ৯০ শতাংশ প্রধান প্রধান উদ্ভিদ ও প্রাণী সুরক্ষিত হবে ।
তিনি বলেছেন , বর্তমানে চীনে উদ্ভিদ ও প্রাণীর রকমারিতার দিক থেকে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকা সংক্রান্ত একটি যুক্তিযুক্ত ও পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । ভবিষ্যতে চীনের উদ্ভিদ ও প্রাণীবহুল এলাকায় নতুন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকা গড়ে তোলা হবে । এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এলাকাও সংযুক্ত করা হবে । তিনি বলেছেন , প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকা গড়ে তোলার পাশাপাশি স্থানীয় নির্মানকাজ ও জনগণের জীবনযাত্রার কথাও পুরোপুরি বিবেচনা করা হবে । যাতে জনসাধারণের জীবনযাত্রার মানের উন্নতি ক্ষুন্ন না হয় ।
এ পর্যন্ত চীনে মোট ২৩৪৯টি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকা গড়ে তোলা হয়েছে ।
|