সারা দেশের নকল প্রকাশনাদমন সম্পর্কে যাচাই করার জন্যে চীনের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সরকার এক যৌথ দল পাঠিয়েছে এবং ২৬ ও ২৭ অক্টোবর দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশেরতুংকুয়ান শহরে এ সম্পর্কিতএক সভার আয়োজন করেছে । সভায় নকল প্রকাশনাদমন অভিযানের সারসংকলণ করা হয়েছে ।
২৩ অক্টোবর কেন্দ্রীয় সরকারের পাঠানো দল সিছুয়ান প্রদেশের রাজধানী ছেনতু শহরে এক অডিউ ও ভিডিওজাত দ্রব্যের দোকানে অনুসন্ধানচালিয়েছে । অনুসন্ধান দলের কর্মীরা লক্ষ্য করেছেন , দোকানে কিছু নকল অডিও ও ভিডিও ক্যাসেট বিক্রি হচ্ছে । তারা সংশ্লিষ্ট আইন অনুযায়ী দোকানের মালিককে জরিমানা করেছেন ।
এক অসমাপ্ত পরিসংখ্যানে জানা গেছে , ১৫ জুলাই চীন সরকারের কয়েকটি মন্ত্রণালয় মিলিতভাবে নকল প্রকাশনা দমন অভিযান শুরু করার পর চীনে মোট দশ হাজারেরও বেশি নকল পন্য সংক্রান্তমামলা দায়ের করা হয়েছে এবং ফৌজদারী মামলায় ১৪০ সন্দেহভাজন ব্যক্তিকে শাস্তি দেয়া হয়েছে ।
এ সম্পর্কে সি আর আইয়ের প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাত্কারে চীনের রাষ্ট্রীয় তথ্য ও প্রেস প্রশাসনের উপ-মহাপরিচালক লিউ পিংচিয়ে নকল প্রকাশনা দমন অভিযানের সাফল্যের প্রশংসা করেছেন । তিনি বলেছেন, অনুসন্ধানের ফলাফলে দেখা যায় যে , নকল দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে । প্রকৃত অডিও ও ভিডিও জাত দ্রব্যের বিক্রির পরিমাণ ২০ শতাংশ বেড়েছে । অডিও ও ভিডিওজাত দ্রব্যেরউত্পাদকদের আইনগত বোধ অনেকটা বেড়েছে ।
লিউ পিংচিয়ে বলেছেন , এবারের দেশজোড়া দমন অভিযানে বিভিন্ন স্থানীয় সরকারী বিভাগের আইন পালনের ক্ষমতা জোরদার হয়েছে ।
কিন্তু বিরাট আয়তন ও জটিল রাষ্ট্রীয় অবস্থার কারণে মূল স্তরের কিছু প্রত্যন্ত অঞ্চলে আইন পালন করা খুবই কঠিন । অন্তর্মোঙ্গলিয়া উত্তর চীনে অবস্থিত । এখানে প্রতিটি জেলার মধ্যেব্যবধান বেশি । কর্মীর সংখ্যা মাত্র ১০০০ । তারা নানা অসুবিধা কাটিয়ে প্রায় ৫০ হাজার বার অনুসন্ধানের কাজ চালিয়েছেন । এ সম্পর্কে নকল প্রকাশনাদমনের একজন কর্মী মাদাম ছেন হোংইয়েন বলেছেন, অন্তর্মোঙ্গলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের আয়তন অত্যন্ত বিরাট । আমাদের দায়িত্ব পালন করতে অনেক লোক দরকার । কিন্তু আমাদের লোক সংখ্যা কম , অর্থ ও সাজসরন্জামের অভাব । তাই আমাদের কর্তব্য সম্পন্ন করতে আমাদের অনেক অনুবিধার সম্মুখীন হতে হবে ।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রদেশের ও শহরের কর্মকর্তারাও বলেছেন , জনসাধারণ মেধাস্বত্ত রক্ষার গুরুত্ব ভাল করে দেখেননি এবং কিছু কিছু এলাকায় যারা নকল অডিও ও ভিডিও ক্যাসেট বিক্রি করেন তাদের মধ্যে অনেকেই হলেন বিকলাঙ্গ মানুষ । এটা কর্মীদের আইন কার্যকরীকরার জন্যে অনেক অসুবিধা সৃষ্টি করে । তাই নকল প্রকাশনাদমনের জন্যে এক দীর্ঘস্থায়ী ব্যবস্থা নেয়া সরকারের সংশ্লিষ্ট বিভাগের সামনের এক বিরাট চ্যালেন্জ ।
চীনের তথ্য ও প্রেস প্রশাসনের উপমহা পরিচালক লিউ পিংচিয়ে বলেছেন, চীন সরকার নকল প্রকাশনার উত্স, বিতরণ ও জনগণের মধ্যে চেতনা সৃষ্টি সহ নানা ক্ষেত্রে নকল প্রকাশনা দমনের জন্যে দীর্ঘস্থায়ী ব্যবস্থা নেবে এবং প্রকৃত অডিও ও ভিডিও ক্যাসেটের বৈজ্ঞানিকমান ও মর্মবস্তুর বৈচিত্রকায়নকে উন্নত করার ব্যাপারে চেষ্টা করবে । যাতে সমাজের চাহিদা মেটানো সম্ভব হয় ।
তিনি বলেছেন , চীন সরকারের নকল প্রকাশনা দমনের সংকল্প অত্যন্ত দৃঢ় । এটা যেমন চীনের নিজের উন্নয়নের জন্য প্রয়োজনতেমনি আন্তর্জাতিক পরিবারের এক সদস্য হিসেবে এটা চীনের করণীয় কর্তব্য ও দায়িত্ব । যদিও এবারের নকল প্রকাশ দমন অভিযানে ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে তবে প্রকৃত অডিও ও ভিডিও ক্যাসেট ও সফ্ট ওয়ের বাজারের উন্নয়নের জন্যে সরকারের বিভাগের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেজনসাধারণের মিলিত প্রচেষ্টাএখনো প্রয়োজন ।
|