চীনের পররাষ্ট্র মন্ত্রীর সহকারী চেই চ্যুন্ সম্প্রতি বিদেশী সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , আফ্রিকার প্রতি চীনের অর্থ সাহায্য তথাকথিত আফ্রিকার সুষ্ঠু প্রশাসনের জন্য প্রতিকূল বলে যে খবর বেরিয়েছে , চীন তা অগ্রাহ্য করছে । চীন বৈদেশিক সম্পর্কের ব্যাপারে বরাবরই অপর দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি পালন করে আসছে ।
তিনি বলেছেন , অপর দেশ চীনের ওপর মতাদর্শ , মূল্য বোধ ও উন্নয়নের পদ্ধতি চাপিয়ে দেয়ার যে অপচেষ্টা চালায় , চীন তা গ্রহণ করবে না । এর সঙ্গে সঙ্গে চীন অপর দেশ বিশেষ করে আফ্রিকান দেশগুলোর ওপর নিজের মতাদর্শ , মূল্য বোধ ও উন্নয়নের পদ্ধতিও চাপিয়ে দেবে না । সুতরাং আফ্রিকার প্রতি চীনের অর্থ সাহায্য কোন রাজনৈতিক শর্তযুক্ত নয় । তিনি বলেছেন , আফ্রিকার প্রতি চীনের অর্থ সাহায্যের উদ্দেশ্য স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত করা । এটা আফ্রিকান দেশগুলোর জনগণের কাছে প্রশংসনীয় হয়েছে ।
|