তৃতীয় বার যাচাই করার জন্য মানি লন্ডারিং বিরোধী আইনের খসড়া প্রস্তাব ২৭ অক্টোবর চীনের আইন সংস্থার কাছে অর্পণ করা হয়েছে । পাঁচ দিন পর এই আইনের খসড়া প্রস্তাব প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে । এই আইনের খসড়া প্রস্তাব অনুযায়ী , চীনে মানি লন্ডারিং বিরোধী বিষয়ক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যবস্থা এবং বিভিন্ন আর্থিক সংস্থায়ও মানি লন্ডারিং বিরোধী সংস্থা গড়ে তোলা হবে ।
খসড়া প্রস্তাবটিতে স্পষ্টভাষায় লিপিবদ্ধ করা হয়েছে যে , মানি লন্ডারিং বিরোধী বিষয়ক তথ্য কেন্দ্র এবং লন্ডারিং বিরোধী বিষয়ক তথ্য সংরক্ষণসহ সংশ্লিষ্ট ব্যবস্থাও প্রতিষ্ঠিত হবে । খসড়া প্রস্তাব অনুযায়ী , সংশ্লিষ্ট সরকারী সংস্থা জিজ্ঞাসাবাদ , পুঁজি আটকসহ প্রয়োজ্যব্যবস্থা নিয়ে মানি লন্ডারিং বিরোধী সংক্রান্ত তদন্ত চালাতে পারবে ।
তা ছাড়া খসড়া প্রস্তাবটিতে মানি লন্ডারিং দমনের ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতাকে জোরদার করার কথাও জোরালোভাবে লিপিবদ্ধ করা হয়েছে ।
|