২৭ অক্টোবর সিংগাপুরের সংবাদমাধ্যম বলেছে, আসিয়ান ও চীনের সঙ্গে সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ১৫ বছরে দু'পক্ষের সম্পর্ক দ্রুতভাবে উন্নত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক সহযোগিতা দু'পক্ষের আত্মবিশ্বাস ও পারস্পরিক আস্থা বাড়িয়ে দিয়েছে ।
প্রবন্ধে বলা হয়েছে, আসিয়ান ও চীনের মধ্যেকার সম্পর্ক এবং বাণিজ্যের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দ্রুত উন্নয়নের কারণ চীনের অর্থনীতি দ্রুতভাবে উন্নত হওয়া ও দু'পক্ষের আঞ্চলিক সুবিধার ব্যপ্তি ছাড়াও, আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল দু'পক্ষের মধ্যে সংলাপ প্রতিষ্ঠা ও সক্রিয়ভাবে তাতে অংশ নেয়া । এসব সহযোগিতা দু'পক্ষের আত্মবিশ্বাস ও পারস্পরিক আস্থাকে জোরদার করেছে ।
প্রবন্ধে আরো বলা হয়েছে, আসিয়ান ও চীনের মধ্যে সার্বিক যোগাযোগের ক্ষেত্রের সম্প্রসারণ ও গভীর করা উচিত ।পণ্যদ্রব্যের বাণিজ্য ছাড়াও রাজনীতি, সমাজ, শিক্ষা ও বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো উচিত ।
|