v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-27 16:10:07    
প্যাসিফিক দ্বীপ দেশ ফোরাম

cri
    প্যাসিফিক দ্বীপ দেশ ফোরামের আগের নাম হল দক্ষিণ প্যাসিফিক ফোরাম । তা হল দক্ষিণ প্যাসিফিক দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং কূটনীতি সমন্বয়ের এক আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা ।

    ১৯৭১ সালের ৫ থেকে ৭ আগস্ট নিউজিল্যান্ডের আহ্বানে ফিজি , সামোয়া , তঙ্গা , নাউরু , কুক দ্বীপ ও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে দক্ষিণ প্যাসিফিকের সাতপক্ষীয় সম্মেলন আয়োজন করে । এই সম্মেলনে দক্ষিণ প্যাসিফিক ফোরাম আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় । সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর একবার সম্মেলন আয়োজন করার সিদ্ধান্তও নেয়া হয় । ২০০০ সালের অক্টোবর মাসে দক্ষিণ প্যাসিফিক ফোরামের নাম "প্যাসিফিক দ্বীপ দেশ ফোরামে" পরিনত হয় ।

    এই ফোরামের মর্ম হল বাণিজ্য , অর্থনৈতিক উন্নয়ন , বিমান , সমুদ্র পরিবহন , টেলি যোগাযোগ , শক্তি সম্পদ , পর্যটন ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সদস্য দেশগুলোর সহযোগিতাকে জোরদার করা । সাম্প্রতিক বছরগুলোতে ফোরাম আঞ্চলিক নিরাপত্তা , আইন ব্যবস্থা ও দুর্নীতি দমন ইত্যাদি ক্ষেত্রের নীতি ও বহুপাক্ষিয় সহযোগিতা জোরদার করেছে । তা ছাড়া , ফোরামের অধিকাংশ সদস্য দেশ এশিয় দেশের সঙ্গে আদান-প্রদান ও সহযোগিতা করার ওপর আরো বেশি গুরুত্ব দিচ্ছে ।

    ফোরামে এখন ১৬টি সদস্য দেশ আছে । তারা হল অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড , ফিজি , সামোয়া , টঙ্গা , পাপুয়া নিউ গিনি , কিরিবাতি , ভানুয়াতু , মাইক্রনেসিয়া , সোলোমেন , মাউরু , তুয়ালু , মার্শাল , পালাউ , কুক দ্বীপ ও নিউই । নিউ কালিদোনিয়া ও পূর্ব তিমুর , ফ্রান্স পোলিসেসিয়া হল ফোরামের পর্যবেক্ষক দেশ ।

    ফোরাম প্রত্যেক বছরে একবার শীর্ষ সম্মেলন আয়োজন করে । ১৯৮৯ সাল থেকে ফোরাম চীন , যুক্তরাষ্ট্র , বৃটেন , ফ্রান্স , জাপান ও কানাডাকে শীর্ষ সম্মেলনের পর আয়োজিত সংলাপ সম্মেলনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় । বর্তমানে ফোরামের ১৩টি সংলাপ অংশিদার আছে ।

    ১৯৯০ সাল থেকে চীন একটানা ১৭বার সংলাপ সম্মেলনে প্রতিনিধি পাঠিয়েছে । এতে ফোরামের সদস্য দেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা হয়েছে । ২০০৫ সালের অক্টোবর মাসে চীনের সরকারী প্রতিনিধি , উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ১৭তম প্যাসিফিক দ্বীপ ফোরামের পর আয়োজিত সংলাপ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে "চীন-প্যাসিফিক দ্বীপ দেশ অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা ফোরাম" স্থাপন করার আহ্বান জানিয়েছেন । যাতে পরিবেশ সুরক্ষা , পর্যটন , আইন প্রণয়ন , শিক্ষা ও চিকিত্সা ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করা যায় ।

    ২০০৬ সালের এপ্রিল মাসে চীন ও ৮টি প্যাসিফিক দ্বীপ দেশ ফিজিতে "চীন-প্যাসিফিক দ্বীপ দেশ অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা ফোরামের" প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন করেছে , এবং অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতার কর্মসূচী স্বাক্ষর করেছে ।