v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-27 13:51:34    
কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে চীনে বিশেষ তহবিল গঠন

cri

    প্রিয় শ্রোতাবন্ধুরা, চীনের শহরে কর্মরত কৃষকরা মাঝে মধ্যে কাজ করলেও বেতন পান না । ভবিষ্যতে আইনগত সহায়তার মাধ্যমে এ অবস্থার কিছু পরিবর্তন ঘটবে । ২০০৬ সালের গোড়ার দিকে চীনের আইনগত সহায়তা তহবিল সংস্থা ও জাতীয় আইনজীবি সমিতির যৌথ উদ্যোগে একটি বিশেষ তহবিল গড়ে তোলা হয়েছে । মালিকদের কাছ থেকে কৃষি শ্রমিকদের বেতন আদায় করার ব্যাপারে আইনজীবিদের সমর্থন দান এবং কোনো দুর্ঘটনায় আহত যেসব কৃষি শ্রমিক চিকিত্সা পান না অথবা কোনো ক্ষতি পুরণ পান না , তাদের আইনগত সহায়তা দানের কাজে এ তহবিল ব্যবহার করা হবে । আজকের অনুষ্ঠানে এ সম্পর্কে কিছু বলছি আমি শি চিং উ ।

    চীনে যারা ঐতিহ্যক চাষাবাদ পরিত্যাগ করে শহরে গিয়ে নতুন কাজ খুঁজে পেয়েছেন এবং টাকা উপার্জন করেছেন , তাদেরকে কৃষি শ্রমিক বলে ডাকা হয় । গত ৫ বছরে চীনের কৃষি শ্রমিকদের সংখ্যা প্রতি বছর ৩০ লাখ করে বেড়ে চলেছে । ২০০৫ সালে তাদের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়ে গেছে ।

    কৃষি শ্রমিকরা ইতোমধ্যে চীনের অর্থনৈতিক উন্নয়ন ও শহুরে নির্মাণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে । অথচ চীনের কৃষি শ্রমিক প্রায়শই সময়মত তাদের বেতন পান না । এ অবস্থা এখন চীন সরকার ও সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে । চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ কৃষি শ্রমিকতদের বৈধ অধিকার সংরক্ষণের জন্যে অনবরত নানা পদক্ষেপ নিয়েছে । পাশাপাশি চীনের আইন মহলের ব্যক্তিরাও কৃষি শ্রমিকদের বৈধ অধিকার রক্ষা করার জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । চীনের জাতীয় আইনজীবি সমিতির আইনগত সহায়তা কমিটির স্থায়ী উপপরিচালক থুং লি হুয়া বলেছেন, কৃষকরা গ্রাম ছেড়া শহরে গিয়ে কাজ করার সময় মাঝেমধ্যে নানা সমস্যার সম্মুখীণ হন । সমস্যাগুলো প্রধানত দু ধরণের । একটি হচ্ছে তাদের সময়মত বেতন না দেয়া । অন্যটি হচ্ছে কোনো দুর্ঘটনায় তাদের আহত হওয়ার পর দেখা সমস্যা । আইনগত অনুশীলনে আমরা লক্ষ্য করেছি যে , কৃষি শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার সময় নিজেদের অধিকার সংরক্ষণের ব্যাপারে তাদের শক্তি খুবই সীমিত ।

    গত কয়েক বছরে কোনো কোনো স্থানের আইনজীবিরা ও আইনজীতি সমিতিগুলো কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণের জন্যে নিরলস প্রচেষ্টা চালিয়েছে । যেমন চীনের রাজধানী পেইচিংয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হয় । এক বছরের মধ্যে এ কেন্দ্র ১৫ হাজারেরও বেশি কৃষি শ্রমিককে সাহায্য করেছে , ২ হাজারেরও বেশি কেস সম্পন্ন করেছে এবং সরাসরি কৃষি শ্রমিকদের জন্যে ৫ লাখেরও বেশি বেতন আদায় করেছে । বিভিন্ন স্থানের বহু সংখ্যক আইনজীবি স্বেচ্ছাসেবকরা বিনা পয়সায় কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণের জন্যে আইনগত সহায়তা দিয়েছেন ।

    কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং তাদেরকে আইনগত সহায়তা দানের জন্যে এ বছরের জানুয়ারী মাসে চীনের আইনগত সহায়তা তহবিল সংস্থা ও চীনের জাতীয় আইনজীবি সমিতি যৌথভাবে কৃষি শ্রমিকদের আইনগত সহায়তা সংক্রান্ত বিশেষ তহবিল গড়ে তুলেছে ।

    বর্তমানে প্রথম কিস্তিতে ১০ লাখ মূল্যের তহবিল গড়ে তোলা হয়েছে । এভাবে বিভিন্ন স্থানের কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণ কেন্দ্রগুলো পর পর এ তহবিল থেকে আর্থিক সমর্থন পাচ্ছে । চীনের জাতীয় আইনজীবি সমিতি পরিকল্পনা করছে যে , আগামী দু বছরের মধ্যে সারা দেশের সমস্ত প্রদেশে কমপক্ষে একটি করে কৃষি শ্রমিকদের অধিকির সংরক্ষণ সংক্রান্ত আইনজীবি পরিসেবা সংস্থা প্রতিষ্ঠা করা হবে । জাতীয় আইনজীবি সমিতি কল্যানমূলক আইনজীবিদের মেরুদন্ড হিসেবে গ্রহণ করে ব্যাপক পর্যায়ে কৃষি শ্রমিকদের অধিকির সংরক্ষণ আইনজীবি স্বেচ্ছাসেবকদের জাল গঠনের চেষ্টা করবে । আইনজীবিরা পরামর্শ ও সমঝোতায় অংশ নেয়ার মাধ্যমে মোকদ্দমা এড়িয়ে কৃষি শ্রমিকদের বেতনের সমস্যার সুষ্ঠু সমাধান করার চেষ্টা করছেন । অবশ্য তারা কৃষি শ্রমিকদের অনুরোধ অনুসারে মোকদ্দমা তুলে তাদের অধিকার সংরক্ষণের চেষ্টাও করছেন ।

    থোং লি হুয়া বলেছেন , কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণের কাজ ভালোভাবে করার জন্যে চীনের আইন সহায়তা তহবিল সংস্থা ও জাতীয় আইনজীবি সমিতি একদিকে আরো বেশি সংখ্যক আইনজীবিদের এ কাজে শরীক হতে উত্সাহিত করছে , অন্যদিকে এ কাজে সমর্থন দানের জন্যে আরো বেশি টাকা যোগাড়ের চেষ্টা করছে । তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে , কৃষি শ্রমিকদের প্রশিক্ষণ দানের জন্যে চীন সরকারের সংশ্লিষ্ট নীতিমালা আরো উন্নত করা দরকার । তিনি বলেছেন , এ প্রসংগে আমাদের আইন ও নীতিমালা আরো সুসংহত ও উন্নত করা উচিত । আমাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে আরো বেশি পেশাগত প্রশিক্ষণ দিতে হবে এবং আরো দায়িত্ববানভাবে আইন মেনে চলতে হবে । অবশ্য কৃষি শ্রমিকদের প্রশিক্ষণদানও একটি গুরুত্বপূর্ণ সমস্যা । অর্থাত কৃষি শ্রমিকদের নিজেদের অধিকার সংরক্ষণের সামর্থ্য বাড়াতে হাবে । নিজেদের অধিকার সংরক্ষণ সংক্রন্ত জ্ঞান জানার ব্যাপারে তাদের সাহায্য করতে হবে যাতে তারা কোনো কোনো সমস্যার সম্মুখীণ হলে তারা জানতে পারবেন যে , কেমন করে নিজেদের অধিকার সংরক্ষণ করা যাবে ।

    জানা গেছে , চীনের জাতীয় আইনজীবি সমিতি আইনজীবিদের প্রতি কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণের কল্যানমূলক কাজে অংশ নেয়ার আহবান জানিয়েছে । সংশ্লিষ্ট আইনজীবিরা অনুশীলনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের কাছে আইন প্রণয়ন , আইন প্রয়োগ ও আইনগত প্রস্তাব পেশ করবেন যাতে মূলগত কৃষি শ্রমিকদের সমস্যা সমাধান করা যায় ।

    এতক্ষণ চীনের কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণ সম্পর্কে একটি প্রতিবেদন শুনলেন ।