চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২৬ অক্টোবর নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, কিছু কিছু লোক চীন ও আফ্রিকার সহযোগিতার ব্যাপারে চীনের সমালোচনা করেছে , তা ন্যায়সংগত নয়।
লিউ চিয়ান ছাও বলেছেন, চীন ও আফ্রিকার সহযোগিতার ব্যাপারে চীন সমতা ও পারস্পরিক উপকারিতা, প্রকাশ্য ও স্বচ্ছ পদ্ধতিতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সহযোগিতা করতে চায়। চীন ও আফ্রিকার সহযোগিতা উন্নয়নের উদ্দেশ্য হচ্ছে চীন ও আফ্রিকার জনগণের কল্যাণ, আফ্রিকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং চীন-আফ্রিকার সম্পর্কের ভবিষ্যত সুসংহত করা।
লিউ চিয়ান ছাও উল্লেখ করেছেন, বিশ্বের অনেক দেশ আফ্রিকার উন্নয়ন দেখতে ইচ্ছুক এবং আফ্রিকার উন্নয়নের জন্য সাহায্য করছে। এই ব্যাপারে চীন নিজের দায়িত্ব নিজেই বহন করছে। যদিও চীন নিজেই একটি উন্নয়নশীল দেশ, তবে চীন তার সাধ্যমত আফ্রিকান দেশগুলোকে সাহায্য করে আসছে।
|