আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২৬ অক্টোবর পেইচিংয়ে ২০০৮ সালের অলিম্পিক গেমসের নানা প্রস্তুতিমূলক কাজ পরিকল্পনা অনুসারে ধাপে ধাপে বাস্তবায়নের প্রশংসা করেছে। তারা মনে করেন, পেইচিং অলিম্পিক গেমসের জন্য আবেদনের সময় দেয়া প্রতিশ্রুতিগুলো যথাক্রমে বাস্তবায়িত হচ্ছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ২৯তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমেসের সমন্বয় সমিতির সপ্তম পূর্ণাঙ্গ অধিবেশন ২৬ অক্টোবর পেইচিংয়ে শেষ হয়েছে। এরপর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সমন্বয় সমিতির চেয়ারম্যান হান ভারব্রুগান মনে করেন, পেইচিং ২০০৮ অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ সঠিক গতিতে এগিয়ে চলছে। তিনি বিশ্বাস করেন, পেইচিং ২০০৮ অলিম্পিক গেমসের আগে সমস্ত প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে সক্ষম ।
তিনি আরো বলেছেন, পরবর্তী পর্যায়ের প্রস্তুতিমূলক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে পরীক্ষামূলক প্রতিযোগিতা, বাজার উন্নয়ন, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের নিয়োগ ইত্যাদি।
|