v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-26 17:19:32    
হাংচৌ ওয়াহাহা কোম্পানি

cri
    ১৯৮৭ সালে হাংচৌ ওয়াহাহা কোম্পানি প্রতিষ্ঠিত হয় । এ কোম্পানির প্রতিষ্ঠাতা জোং ছিংহৌ দু'জন অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়ে ১ লাখ ৮০ হাজার ইউয়ান ঋণ নিয়ে তাঁর ব্যবসার কাজে হাত দেন । ১৯৮৯ সালে তিনি হাংচৌ ওয়াহাহা পুষ্টিকর খাদ্য কারখানা চালু করেন । শিশুদের খাবারের অরুচি সংক্রান্ত সমস্যা সমধানের জন্য এ কারখানা বিশেষ পুষ্টিকর তরল পদার্থের ওপর গবেষণা করেছে এবং তা সারা চীনে সুপরিচিত হয়েছে। ১৯৯০ সালে এ কোম্পানির উত্পাদন মূল্য ১০ কোটিরও বেশি হয়েছে ।

    ১৯৯১ সালে হাংচৌ সরকারের সাহায্যে ১০০জনেরও বেশি শ্রমিক এবং ৬ কোটিরও বেশি ইউয়ান পুঁজি বিনিয়োজিত ওয়াহাহা খাদ্য কারাখানা ৬০ হাজারেরও বেশি বর্গমিটার এলাকায় কারখানা গড়ে তুলে এবং ২০০০জনেরও বেশি শ্রমিক নিয়োগ করে হাংচৌ ওয়াহাহা গোষ্ঠী প্রতিষ্ঠা করে ।

    ১৯৯৪ সালে ওয়াহাহা গোষ্ঠী সিছুয়ান প্রদেশের ফুলিং শহরের তিনটি দেউলিয়া শিল্পপ্রতিষ্ঠান ক্রয় করে ফুলিং শহরে ওয়াহাহা গোষ্ঠীর শাখা কোম্পানি  প্রতিষ্ঠা করে । তারা উন্নতমানসম্পন্ন পণ্যদ্রব্য, চমত্কার প্রযুক্তি ও বাজরের মাধ্যমে ফুলিং শাখা কোম্পানির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এর মাধ্যমে প্রতিষ্ঠানটির উত্পাদন মূল্য দ্রতভাবে বেড়েছে, তা তিন গিরিখাত জলাধার অঞ্চলের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে ।

    ১৯৯৭ সালে ফুলিং শাখা কোম্পানি সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার পর ওয়াহাহা গোষ্ঠী হুপেই প্রদেশের ইছাং শহর, হোংআন শহর এবং সিছুয়ান প্রদেশের কুয়াংইউয়ান প্রভৃতি ২২টি প্রদেশে ৪০টিরও বেশি স্টক অধিকারী শাখা কোম্পানি প্রতিষ্ঠা করেছে এবং এ জন্য ওয়াহাহা গোষ্ঠী এখন চীনের বৃহত্তম পানীয় দ্রব্য শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে ।

    ১৯৯৮ সালে দুই বছরেরও বেশি সময় ধরে ওয়াহাহা কোম্পানি চীনাদের জাতীয় কোলা --ওয়াহাহা বিশেষ কোলা উত্পাদন করেছে । ১৯৯৮ সালের মে মাসে উত্পাদন শুরু হওয়ার পর ওয়াহাহা বিশেষ কোলার বার্ষিক উত্পাদন ৬ লাখ টনেরও বেশি, তা কোকা -কোলা আর পেপসির সঙ্গে চীনের বাজার অধিকার করে নেয় । ওয়াহাহা বিশেষ কোলার উত্পাদন ওয়াহাহা গোষ্ঠীর উন্নয়নের ভিত্তি মজবুত করেছে , এ গোষ্ঠীর মর্যাদাকে উন্নত করেছে এবং নতুন শতাব্দীতে এ কোম্পানির উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে ।

    ২০০২ সালে ওয়াহাহা গোষ্ঠী শিশুদের জন্য সুস্বাস্থ ও আনন্দ দেয়ার উদ্দেশ্যে শিশুদের পোশাকের ক্ষেত্রে প্রবেশ করেছে এবং সারা চীনে ৮০০টিরও বেশি শিশু পোশাক বিক্রির কেন্দ্র খুলেছে । প্রতিষ্ঠানটি চীনের বৃহত্তম ট্রেডমার্কভূক্ত শিশু পোশাকের অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ।

    বর্তমানে ওয়াহাহা গোষ্ঠী হচ্ছে চীনের বৃহত্তম পানীয় দ্রব্য এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম পানীয় দ্রব্য উত্পাদন শিল্পপ্রতিষ্ঠান । কোকাকোলা, পেপসি, ক্যাডবারি ইত্যাদি চার আন্তঃদেশীয় কোম্পানির পরে এর স্থান। এই গোষ্ঠীতে এখন শ্রমিক সংখ্যা ২০ হাজারেরও বেশি । মোট পুঁজি ৮.৮ বিলিয়ন ইউয়ান । কোম্পানিতে বিশ্বের প্রথম শ্রেণীর স্বয়ংক্রিয় উত্পাদন লাইন এবং উন্নত খাদ্য ও পানীয় দ্রব্যের গবেষণা প্রযুক্তি রয়েছে । বার্ষিক উত্পাদন ৬০ লাখ টন । প্রধানত পানীয় দূধ , পানি, চা, রস, চিকিত্সামূলক ঔষধ এবং আরামদায়ক খাবারসহ ৬০ ধরনেরও বেশি পণ্য উত্পাদন করা হয় । ২০০৫ সালে ওয়াহাহা গোষ্ঠীর মোট আয় ১৪.১ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে এবং পরপর ৮ বছর ধরে চীনের পানীয় দ্রব্য উত্পাদন শিল্পপ্রতিষ্ঠানের প্রথম স্থান অধিকার করেছে ।