২৫ অক্টোবর পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির এক সম্মেলন সূত্রে জানা গেছে, চীন সরকার বিদেশে পুঁজি বিনিয়োজিত চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্থানীয় আইনকানুন অনুসরণ করা, প্রকল্প চুক্তি সম্পাদনের সময় প্রতিশ্রুতি পালন করা, প্রয়োজনীয় সামাজিক দায়িত্ব বহন করা, স্থানীয় কর্মচারীদের বৈধ অধিকার নিশ্চিত করা, পরিবেশ ও সম্পদ রক্ষার উপর গুরুত্ব দেয়া এবং স্থানীয় সামাজিক কল্যাণমূলক কাজে সাহায্য করার আদেশ দিয়েছে।
সম্মেলনে বলা হয়েছে, চীন বিদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুঁজি বিনিয়োগের স্বাধীনতার অধিকার দেবে, বিদেশে চীনের রাষ্ট্রায়ত্ত সম্পত্তির তত্ত্বাবধান জোরদার করবে, পরীক্ষা ও তত্ত্বাবধান ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ করবে, প্রকল্পের ঝুঁকি ও ব্যয় পর্যালোচনা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যাতে সম্পত্তির মূল্য রক্ষা এবং সম্পদ বৃদ্ধি করা যায়।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষ দিক পর্যন্ত চীন বিদেশে সরাসরি পুঁজি বিনিয়োগের মোট পরিমাণ ৫৭.২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, পরবর্তী পাঁচ বছরে বিদেশে চীনের সরাসরি পুঁজি বিনিয়োগ পরিমাণ আরো ৬০ বিলিয়ন মার্কিন ডলার বাড়বে।
|