২৬ অক্টোবরপেইচিংয়ে চীন ও ফ্রান্সের মধ্যে চীন-ফ্রান্স যৌথ বিবৃতি এবং মহাশূন্যের সহযোগিতা ,পারমাণবিক বিদ্যুতের উন্নয়ন ও বিমান কেনা প্রসঙ্গে ১৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
একইদিন চীনের প্রেসিডেন্ট হু চিনথাও সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন । বৈঠকের পর দু'দেশের শীর্ষ নেতৃবৃন্দ চীন-ফ্রান্স যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন এবং সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
এবারের স্বাক্ষরিত চুক্তির বিষয় নতুন ধরণের সংক্রামক রোগের প্রতিরোধ আর নিয়ন্ত্রণ সম্পর্কিত সহযোগিতামূলক চুক্তি। চীনের রাষ্ট্রীয় মহাশূন্য ব্যুরো এবং ফ্রান্সের মহাশূন্য গবেষণা কেন্দ্রের সহযোগিতা প্রকল্প সম্পর্কে সমঝোতা স্মারকলিপি এবং চীনের বিমানচালনা যন্ত্রের আমদানী রপ্তানী গোষ্ঠী কোম্পানি এয়ার বাস কোম্পানির ১৫০টি এই.৩২০ ধরণের বিমান কেনা সম্পর্কিত চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে ।
২০০৪ সালে চীন ও ফ্রান্সের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে । জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য মূল্যের বৃদ্ধির হার ২০ শতাংশ ছাড়িয়ে গেছে । ২০০৫ সালে দু'পক্ষের বাণিজ্যিক মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি । বর্তমানে চীন ও ফ্রান্সের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা মহাশূন্য ও বিমান চালনা,পারমাণবিক জ্বালানীসম্পদ,রেলপথ এবং গাড়ী ইত্যাদি বিষয় রয়েছে ।
|