২৬ অক্টোবর ভারতের সংবাদমাধ্যম বলেছে, পশ্চিম ভারতের গুজরাট অঙ্গরাজ্যে অবস্থিত একটি শোধনাগারে ২৫ অক্টোবর গুরুতর অগ্নিকাণ্ড ঘটায় বন্ধ হয়ে গেছে, যাতে ভারতে খুব সম্ভব তেল ও গ্যাসের অভাব দেখা দিয়েছে।
জানা গেছে, এই শোধনাগার হচ্ছে ভারতের বৃহত্তম ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠান ফেইথ গোষ্ঠীর একটি কারখানা । এর উত্পাদিত তেল ভারতের মোট ব্যবহৃত পরিমাণের ৩৩ শতাংশে দাঁড়িয়েছে । অগ্নিকাণ্ডে কয়েক জন আহত হয়েছে । এতে ফেইথ গোষ্ঠীর প্রায় ৪ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে ।
ফেইথ গোষ্ঠী সরকারকে জানিয়েছে যে, কমপক্ষে ১৫ দিনের মধ্যে বিধ্বস্ত যন্ত্রপাতি মেরামত করা সম্ভব হবে । অগ্নিকাণ্ডের পর ভারতের তেলমন্ত্রী মুরি ডেওলা বলেছেন, ভারত অবিলম্বে তেল ও গ্যাস আমদানী করবে, যাতে লোকদের সাধারণ জীবনযাপনে অসুবিধা না হয় ।
|