২৬ অক্টোবর চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়েন চিয়া কুও পেইচিংয়ে বলেছেন, চীন সরকার আফ্রিকায় ব্যবসা চালানো সকল চীনা শিল্পপ্রতিষ্ঠানকে আফ্রিকার পরিবেশ নষ্ট না করার নির্দেশ দিয়েছে।
তিনি বলেছেন, চীন সরকার বরাবরই চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো আফ্রিকায় ব্যবসা করার সময় সেখানকার প্রাকৃতিক পরিবেশ রক্ষার ব্যাপারে খুব গুরুত্ব দেয়। স্থানীয় পরিবেশ দূষণ সৃষ্টি প্রকল্প কোন মতেই অনুমোদন পাবে না। তিনি বলেছেন, যদি কোন কোম্পানি এই নিয়ম লঙ্ঘন করে আফ্রিকায় কারখানা স্থাপন করে সেখানকার পরিবেশ দূষণ করলে, চীন সরকার সেই কোম্পানিকে কঠোর শাস্তি দেবে।
ওয়েন চিয়া কুও আরো বলেছেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে চীন-আফ্রিকার আর্থ-সামাজিক অভিন্ন উন্নয়ন ত্বরান্বিতের জন্য চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ধারাবাহিক নতুন ব্যবস্থা চালু করার পাশাপাশি পরবর্তী কালে চীন ও আফ্রিকার বাস্তব সহযোগিতার পরিকল্পনা করবে।
|