চীনে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই রাজোভ ২৫ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যায় চীন ও রাশিয়া ঘনিষ্ঠভাবে সহযোগিতার বিষয়টি অব্যাহত রাখবে।
তিনি চীনের " রাশিয়া বর্ষের" সমাপনি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময় এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত ১৭১৮ নম্বর প্রস্তাবটিকে চীন ও রাশিয়া খুবই ঘনিষ্ঠভাবে সমর্থন করেছে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়াসুয়ান রাশিয়া সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও-এর শুভেচ্ছা ও মতামত অবহিত করেছেন।
উত্তর কোরিয়াকে শাস্তি দেয়া সম্পর্ক তিনি বলেছেন, এটা শুধু ১৭১৮ নম্বর প্রস্তাবের একটি অংশ মাত্র। নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা কিভাবে নেয়া যায় সে ব্যাপারে নিরাপত্তা পরিষদের একটি বিশেষ শাস্তি কমিটি নির্ধারণ করা প্রয়োজন। নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা নির্ধারণ করার পর, প্রত্যেক দেশ নিজের শক্তি, স্বার্থ এবং উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যায় তাদের উন্নয়নের প্রক্রিয়া অনুযায়ী নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করবে।
এই সম্মেলনে অংশগ্রহণকারী চীন পক্ষের সচিব , চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী লি হুইও বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যায় চীন ও রাশিয়া উভয়ের মধ্যেই ব্যাপক মতৈক্য হয়েছে। চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ও ছ'য়পক্ষীয় বৈঠকের কাঠামোয় রাশিয়ার ও অন্য বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে অব্যাহতভাবে সহযোগিতা করতে ইচ্ছুক।
|