২৫ অক্টোবর চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যানের এক তথ্য থেকে জানা গেছে, এ বছর চীনের কৃষকদের আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে ।
চীনের ৩১টি প্রদেশের ৬৮ হাজার গ্রামের কৃষকদের ওপর জরীপ চালিয়ে জানা গেছে যে , এ বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত কৃষকদের গড়পড়তা আয় ২৭৬২ ইউয়ান রেনমিনপিতে দাঁড়িয়েছে । যা গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ১১.৪ শতাংশ বেশী । এর মধ্যে কৃষি উত্পাদিত পণ্যদ্রব্য বিক্রি করার আয় স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে ।
গত শতাব্দীর ৯০-এর দশকে চীনা কৃষকদের আয় বৃদ্ধির হার ছিল ধীর গতির । যার ফলে শহর ও গ্রামের মধ্যে পার্থক্য বেড়ে যেতো । এ অবস্থা পরিবর্তন করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার কৃষি পণ্যদ্রব্যের মূল্য উন্নত করার ব্যবস্থা নিয়েছে এবং চলতি বছরের পয়লা জানুয়ারী থেকে কৃষি শুল্কের নীতি বাতিল করেছে এবং এর পাশা পাশি কৃষকদের ভর্তুকি বাড়িয়ে দিয়েছে । যাতে তেল ও রাসায়নিক সারের মূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষাবাদের অসুবিধা দ্বরীভূত করা যায় ।
|