২৫ অক্টোবর চীনের হুপেই প্রদেশের মোট ১৪ জন যুবক স্বেচ্ছাসেবক হিসেবে আফ্রিকার ঈথিওপিয়ায় একবছরব্যাপী স্বেচ্ছমূলক -সেবা প্রদান করবে ।
জানা গেছে, চীনের শিক্ষা, চিকিত্সা এবং কৃষি ক্ষেত্রের প্রায় ১ হাজার কর্মীর মধ্যে এই ১৪ জন যুবককে স্বেচ্ছাসেবক নির্বাচন করা হয়েছে। ঈথিওপিয়ায় থাকাকালে তারা হানভাষা শেখানো, চিকিত্সা স্বাস্থ্যপ্রদান, কৃষি এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছা-সেবা প্রদান করবেন।
যুবক স্বেচ্ছাসেবকদের সবাই যাওয়ার আগে বলেছেন যে, চীন ও আফ্রিকার জনগণের মৈত্রী ও ঈথিওপিয়ার উন্নয়নের উপর তারা রাখার জন্য কাজ করবেন।
|