ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে ২৫ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ধর্মীয় স্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে ১৩০০ পুলিশ মোতায়েন হয়েছে। ঈদুল ফিতর মুসলমানদের এক ঐতিহাসিক ধর্মীয়উত্সব। এ উপলক্ষ্যে ২৩ অক্টোবর থেকে প্রায় এক সপ্তাহ ধরে দেশব্যাপী ছুটি পালিত হচ্ছে। ২৫ অক্টোবর পাকিস্তানের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ধর্মীয় তত্পরতা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর পাকিস্তানের যৌথ বার্তাসংস্থা ইসলামাবদ পুলিশের একজন উধর্তন ব্যক্তির কথা উদ্ধৃতি দিয়ে বলেছে যে, ইসলামাবাদের ৬১৩টি মসজিদ সহ অন্যান্য সমাবেশের নিরাপত্তার লক্ষ্যে অন্যান্য জনসমাবেশের পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ইসলামাবাদের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। চলতি মাসের ৪ অক্টোবর ইসলামাবাদের দক্ষিণে ১৩ কিলোমিটার দূরে রাওয়ালপিন্ড পার্কের একটি ঘরে তৈরী বোমার বিস্ফোরণ ঘটেছে। ভাগ্যক্রমে এতে কোন প্রাণহানি হয়নি।
|