সম্প্রতি ছিংহাই-তিব্বত রেলপথ কোম্পানির সুত্র থেকে জানা গেছে, রেলগাড়ীর চলাচল সুনিশ্চিত করার জন্যে এই রেলপথ লাইন বরাবর দু'পাশে বেড়া দেয়া হবে। জানা গেছে, এই রেলপথ লাইন বরাবর এলাকায় বসবাসরত পশুপালকদের গরু ও ছাগলগুলো যাতে এই রেলপথ লাইনে না উঠে যেতে পারে সে জন্য পশুপালকরা নিজ নিজ অঙ্গীকার পত্র স্বাক্ষারকরেছেন।
১ জুলাই সার্বিকভাবে চালু হওয়ার পর তিব্বত পর্যন্তএই রেলপথের লাইন বরাবর এলাকার আর্থ-সমাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেছে। তবে রেলপথের লাইন বরাবর পশুপালন এলাকার গরু ও ছাগল মাঝে মাঝে রেলপথে যায় বলে রেল চলাচলের পক্ষে একটি বিপদজনক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
|