২৫ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগমন্ত্রী ওয়াং চিয়ারুই শ্রীলংকার ফ্রিডম পার্টির ভাইস চেয়ারম্যান, তথ্যমন্ত্রী আনুরা প্রিয়াদার্শানা ইয়াপার নেতৃত্বে পেইচিং সফররত শ্রীলংকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ।
তিনি বলেছেন, চীন ও শ্রীলংকার সূদীর্ঘকালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে । সাম্প্রতিক বছরগুলোতে দু'পক্ষের উচ্চ পর্যায়ের পারস্পরিক সফরের পাশা পাশি রয়েছে সমঝোতা আর মৈত্রীও গভীর হয়েছে ।দু'দেশের রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আদান-প্রদান দু'দেশের সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।
ইয়াপা বলেছেন, শ্রীলংকা চীনের সঙ্গে ঐতিহ্যিক মৈত্রীর মূল্য দেয় এবং শ্রীলংকার অর্থনীতি ও সমাজের উন্নয়নে চীনের সাহায্যের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছে । তিনি আরো বলেছেন, শ্রীলংকার ফ্রিডম পার্টি চীনের কমিউনিস্ট পার্টির কাছ থেকে দেশের উন্নয়নের অভিজ্ঞতা নেবে ,যাতে শ্রীলংকার অর্থনীতি ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত করা যায় ।
|