দুর্নীতি দমন কর্তৃপক্ষের আন্তর্জাতিক সমিতি ২৫ অক্টোবর চীনের হোপেই প্রদেশের সিয়াংহোতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি স্বাধীন আন্তর্জাতিক আইন সংস্থা হিসেবে, দূর্নীতি দমন কর্তৃপক্ষের আন্তর্জাতিক সমিতির উদ্দেশ্য হচ্ছে "জাতিসংঘের দূর্নীতি দমন কনভেনশন" এর কার্যকর করাসহ দূর্নীতি ও ঘুষ দমন ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতাকে ত্বরান্বিত করা।
একই দিন অনুষ্ঠিত দূর্নীতি দমন কর্তৃপক্ষের আন্তর্জাতিক সমিতির প্রথম বার্ষিক সম্মেলনে ১৩৭টি দেশ ও অঞ্চল এবং ১২টি আন্তর্জাতিক সংস্থার ৯০০ জনেরও বেশি প্রতিনিধিরা "দূর্নীতি দমন কর্তৃপক্ষের আন্তর্জাতিক সমিতির সনদ" অনুমোদন করেছেন এবং একটি পরিচালনা কমিটি নির্বাচন করেছেন। চীনের সর্বোচ্চ গণ অভিশংসক বিভাগের প্রধান চিয়া ছুন ওয়াং এই সমিতির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, কেন্দ্রীয় আইন কমিটির সম্পাদক রো কান সম্মেলনের সমাপনি অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি চীন সরকারের দৃঢ়তার সঙ্গে সক্রিয়ভাবে দুর্নীতি দমন কার্যক্রমের ব্যাখ্যা করেছেন এবং এই ক্ষেত্রে চীনের আন্তর্জাতিক সহযোগিতাকে জোরদার করার ব্যাপারে স্বদিচ্ছা প্রকাশ করেছেন।
|