আমরা শুধু তোমারই গান গাই।
স্বজন বন্ধু সবাই মিলে মিষ্টি মধুর কন্ঠ শুনি।
আর সারাক্ষণ স্বপ্নেরই যে জাল বুনি।
আমরা বন্ধু ভালোবাসি,
দুঃখে কাঁদি, সুখে হাসি,
সি আর আই, ও সি আর আই,
---বাংলাদেশের রাজশাহী জেলার মো: ফয়সাল আলম।