২৩ অক্টোবর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সম্মেলনে বলেছেন, চীন গণ চিকিত্সার কল্যাণমূলক চরিত্র বজায় রাখবে , শহরবাসী ও গ্রামবাসীদের মৌলিক স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, জনসাধারণের জন্য নিরাপদ, ফলপ্রসূ, সুবিধাজনক এবং সস্তা গণ স্বাস্থ্য এবং মৌলিক চিকিত্সা পরিসেবা দেবে।
হু চিন থাও বলেছেন, ভবিষ্যতে চীন জনগণের চিকিত্সার সমস্যা সমাধানের উপর আরো বেশী গুরুত্ব দেবে, শহর ও গ্রামাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে এবং ভিন্ন ভিন্ন আয়কারীদের মধ্যে চিকিত্সা পরিসেবার ব্যবধান কমানোর জন্য প্রচেষ্টা চালাবে। জনগণের যথাসময়ে চিকিত্সা করা, নিরাপদ ঔষধ খাওয়া, যুক্তিযুক্ত চিকিত্সার ব্যয় সংক্রান্ত চিকিত্সা ব্যবস্থা স্বয়ংসম্পন্ন করার কাজ আরো দ্রুত করবে। নিরন্তরভাবে চিকিত্সা পরিসেবার গুণগত মান উন্নত করবে ।তা ছাড়া রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, গণ স্বাস্থ্যের ত্বত্তাবধান, আকস্মিক গণ স্বাস্থ্য ঘটনার মোকাবিলার দক্ষতা ও বাড়াবে। বিশেষ করে গ্রামাঞ্চলের চিকিত্সার মান উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে।
|