v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-24 20:17:05    
ছাই ই লিনের নতুন অ্যালবাম 'নৃত্যরতা'

cri

 

    ২০০৬ সালে চীনের সংগীত ক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাইওয়ানের বিখ্যাত ও জনপ্রিয় গায়িকা ছাই ই লিন বি এম আই রেকর্ড প্লেয়ার কোম্পানির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছেন। ফলে তিনি আনুষ্ঠানিকভাবে এখন এই সংগীত জগতের একজন দেবীতে পরিনত হয়েছেন। বিএমআই রেকর্ড প্লেয়ার কোম্পানি এক বিলিয়ন ইউয়ান ব্যয় করে তার জন্য জমকালো এক সংবাদ সম্মেলন আয়োজন করে তাকে স্বাগতম জানিয়েছে। এবং ছাই ইলিনকে একটি নতুন পরিবেশে, সমৃদ্ধ সংগীত ও সংগীতের বৈধ উন্নয়নে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এতে তিনি স্বাধীনভাবে নিজের সংগীত চর্চা ও পরিবেশন করতে পারবেন। সংবাদ সম্মেলনের তিন মাস পর, ছাই ই লিন বিএমআই কোম্পানি থেকে তার প্রথম চীনা ভাষা অ্যালবাম 'নৃত্যরতা' প্রকাশ করে।


    এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'নান্দী'। গানটিতে প্রেমিক প্রেমিকাদের পুনরায় মিলিত হওয়া পূরনো স্মৃতিকে তুলে ধরা হয়েছেঃ আবার দেখার পর আমরা সত্যিকারের বন্ধু হয়েছি। আমরা আর ভুল করবোনা। হয়তো বা সুন্দর ভবিষ্যতকে আলিঙ্গণ করবো। সময় কেটে যায়। আরো মূল্যায়ন করতে হবে আমাদের। আসলে সে সময়ের আনন্দগুলো এখনো আমার স্মৃতিতে উজ্জ্বল। খোলাখুলিভাবে বলতে পারিঃ এখন আমি আর নিঃসঙ্গ না। কোনো দুঃখ নেই। দুঃখগুলো সহজেই সাড়া দেয়। ভালো আছো? আছে কত অকথিত নান্দী। আমি একাই হেসেছি। আমরা আর কাউকে ছেড়ে যাবো না, আর কেউ কাউকে দুঃখ দেবো না। আশা করি এর পর থেকে আমরা উভয়েই সত্যিকার আনন্দের জোয়ারে ভাসবো।


    ১৯৮০ সালে ছাই ই লিন তাইওয়ানে জন্ম গ্রহণ করেন। ১৯৯৯ সালে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম প্রকাশ করেছেন। সুন ইয়ান চি, লিয়াং চিংরু ও শিয়াও ইয়া স্যুয়ান প্রমুখ একই বয়সী গায়িকাদের মধ্যে, ছাই ইলিন জীবনের শুরুতেই সংগীত ক্ষেত্রে প্রবেশ করেছেন। কিন্তু প্রথম কয়েক বছরে তার কোন উন্নতি হয়নি। যে সময় সবাই মনে করেছে, এর পরে তিনি হয়তো সংগীত ক্ষেত্র ত্যাগ করবেন। এ সময় ২০০৩ সালে ছাই ইলিনের আরেকটি নতুন অ্যালবাম 'আমার ৭২টি পরিবর্তন দেখো' প্রকাশ করে সংগীত ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছেন। নতুন অ্যালবামের নামের মতই, ছাই ইলিন অনুরাগীদের বিস্ময়ে বিস্মিত করে দেন। তাঁর নতুন পোশাক আর অলঙ্কারের স্টাইল খুবই সমৃদ্ধ ও আকর্ষনীয়। এই অ্যালবামের সাফল্যের সঙ্গে সঙ্গে ছাই ই লিন শীর্ষ পর্যায়ের গায়িকা হিসেবে সুনাম অর্জন করেছেন। এবং তারপর ধারাবাহিকভাবে 'দূর্গ' ও 'জে-গেম' নামে আরো দুটো অ্যালবাম প্রকাশ করেছেন। ফলে চীনের সংগীত ক্ষেত্রে তার অবস্থান সুপ্রতিষ্ঠিত হয়েছে।

    এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'সুন্দর খেলা'। গানের কথা হলোঃ ফ্যাশন সবসময়ই নতুনভাবে ফিরে আসে। নিখুঁতভাবে তা নারীকে সুন্দরতর করে তোলে। উজ্জ্বল আত্মার মত আলো সারা গায়ে জড়িয়ে থাকে। যে ভালোবাসা বুঝতে পারে, সে ভালোবাসতেও পারে তার জন্যে থাকে একটি চুমু। আমি তোমাকে চাই। যে সবচেয়ে সুন্দর মেয়ে? পুরুষরাই ভালোবাসার মধ্যে দিয়ে তাকে পূজা করে। গান হচ্ছে একটি আধুনিক মেয়ের হুদয়ানুভূতির প্রকাশ ও ফ্যাশন সম্পর্কিত সুন্দর বর্ণনা।

    অনেকেই মনে করে, ছাই ইলিনের গান তার নাচের চেয়ে অতো ভাল নয়। কিন্তু নতুন অ্যালবামের 'নান্দী', 'মিথ্যা দাবি করা' এ সব গানের মধ্যে দিয়েই, অনুরাগীরা ছাই ইলিনের কন্ঠকে উপলব্ধি করতে পারে। এখন শুনুন, আবেগপূর্ণ গান 'মিথ্যা দাবি করা' ।


    গানের কথা এমনঃ একাকিত্ব নিঃশ্বাস-প্রঃশ্বাস বয়ে যায়। তোমার নিঃশব্দতা আমার হৃত্পিন্ডের স্পন্দন থামিয়ে দিয়েছে। আমার সুখ, সেতো তোমার কাছেই। ভালোবাসার পর কেন জানি তুমি ভালোবাসাকেই লুকিয়ে রাখো অন্তরস্থলে। মিথ্যা দাবি কতই বা ভালো। আমি শুধু এক সেকেন্ড চাই। আমার বিশ্বাস, তোমার হৃদয়েই আমার সব সময়ের নির্ভরতার পবিত্র স্থান।

    'অবিশ্বাস্য মাদ্রিদ' হচ্ছে ছাই ইলিনের নতুন অ্যালবামের একটি ইউরোপীয় স্টাইলের গান। গানের অর্থ এমনঃ সুর্য হোটেলের লনে ঘুরে বেড়ায়। লাল নৃত্যের পোশাক যেন পথে পথে ছড়িয়ে থাকে। ছোট ছোট রঙিন বোতল জানালায় নাড়া দেয়। আসলে ভালোবাসা শুধু শব্দহীন। অবিশ্বাস্য মাদ্রিদ, হঠাত্ তোমাকেই ভাবি। মাদ্রিদ আমার মাদ্রিদ, ভালোবাসায় জড়িয়ে রেখে আমি দূরে চলে যাই।