২৪ অক্টোবর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, আফ্রিকায় চীনের ত্রাণসাহায্য আফ্রিকান দেশগুলোর মানবাধিকার উপেক্ষা করার বিষয়টির নিন্দা ভিত্তিহীন, চীন তা গ্রহণ করবে না ।
বিশ্ব ব্যাংকের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা বলেছেন, চীনের কয়েকটি ব্যাংক আফ্রিকায় ঋণ দেয়ার সময় আফ্রিকান দেশের মানবাধিকার এবং পরিবেশ উপেক্ষা করেছে । লিউ চিয়ানচাও এই মন্তব্যের বিরুদ্ধে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ।
তিনি বলেছেন, চীনের বৈদেশিক নীতি হচ্ছে অন্যান্য দেশের রাষ্ট্রীয় রাজনীতিতে হস্তক্ষেপ না করা । অন্যান্য দেশ নিজেদের মূল্যবোধ, সামাজিক ব্যবস্থা ও চিন্তাধারায় চীন হস্তাক্ষেপ করা পছন্দ করে না এবং চীনের মূল্যবোধ , সামাজিক ব্যবস্থা ও চিন্তাধারা অন্য দেশের ওপর কখনই আরোপ করবে না ।
তিনি বলেছেন, চীন আফ্রিকার দেশগুলোর সঙ্গে সমান ও পারস্পরিক উপকারিতামূলক ভিত্তিতে আর্থ-বাণিজ্য সহযোগিতা চালিয়েছে । তা আফ্রিকান জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আফ্রিকার অর্থনীতি ও সমাজের বিভিন্ন উন্নয়নের জন্যও সহায়ক হবে ।
|