মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইস ২৩ অক্টোবর ওয়াশিংটনে বলেছেন, সুদান সরকার জাতিসংঘের সুদান সমস্যা সংক্রান্ত বিশেষ দূত জান প্রন্ককে বহিষ্কার করেছে। যুক্তরাষ্ট্র এই ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
রাইস সংবাদমাধ্যমে বলেছেন, সুদানের দার্ফুর অঞ্চলের পরিস্থিতির অবনতি হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে এ জন্যে ব্যবস্থা নিতে হবে। তিনি জাতিসংঘের মহাসচিব কফি আনানের সঙ্গে দার্ফুর অঞ্চলের সংঘাতপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করবেন।
সুদান সরকার ২২ অক্টোবর প্রন্ককে সুদানে তার সকল কাজ বন্ধ করে ৭২ ঘন্টার মধ্যে সুদান ত্যাগ করার নির্দেশ দিয়েছে। তাছাড়া, সুদান পররাষ্ট্রমন্ত্রণালয় আনানের কাছে চিঠি পাঠিয়েছে, এবং আনানকে একজন নতুন কর্মকর্তা প্রেরনের কথা জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব কফি আনান ২২ অক্টোবর সন্ধ্যায় এক বিবৃতিতে জাতিসংঘের সুদান সমস্যা সংক্রান্ত বিশেষ দূত জান প্রন্ককে ফিরে আসার আহ্বান জানিয়েছেন । আনান প্রন্ককে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ফিরে এসে এই বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন।
|