চীনের জুতা তৈরী র সর্বোচ্চ বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান --আওকানগ গ্রুপ গোষ্ঠী ২৩ অক্টোবর বলেছে, এখন আনুষ্ঠানিকভাবে উকিল নিয়োগ করে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ডাম্পিং বিরোধী মামলা দায়ের করেছে ।
এটা হচ্ছে ৭ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন চীনের পুণ্য জুতার ওপর দু'বছর ব্যাপী প্রায় ১৬.৫ শতাংশের ডাম্পিং বিরোধীর শুল্ক আনুষ্ঠানিকভাবে আরোপ করায় তার বিরুদ্ধে মামলা করা চীনের প্রথম শিল্পপ্রতিষ্ঠান হলো জুতা তৈরীর এই প্রতিষ্ঠান।
জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের এই ব্যবস্থার কলে চীনের কিছু কিছূ জুতা তৈরী শিল্পপ্রতিষ্ঠান, বিশেষ করে ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানের ওপর তা নেতিবাচক প্রভাব ফেলবে। সংশ্লিষ্টরা অনুমান করছে যে, আগামী দু'বছর চীনের জুতা তৈরী শিল্পপ্রতিষ্ঠানগুলোর ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির পরিমাণ প্রায় ৪০ শতাংশ কমে যাবে । যাতে চীনের রপ্তানি শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের অনেকই কর্মচ্যুত হতে পারেন।
চীনের বেসরকারী সর্বোচ্চ জুতা তৈরী শিল্পপ্রতিষ্ঠান --আওকানগ গ্রুপ গোষ্ঠী চীনের চেচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহরে অবস্থিত । গতবছর এ শিল্পপ্রতিষ্ঠান মোট ১৩ কোটি জুতা তৈরী করেছে । এর মধ্যে প্রায় ৩০ লাখ বিদেশে বিক্রি হয়েছে।
|